২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৫

আজ পাকিস্তান নাকি শ্রীলঙ্কা, কে জিতলে বাংলাদেশের লাভ?

পাকিস্তান ও শ্রীলঙ্কার বাঁচা-মরার ম্যাচ আজ  © ফাইল ছবি

এশিয়া কাপের ১৭তম আসরের গ্রুপ পর্বের পর সুপার ফোরেও একপেশে লড়াইয়ে পাকিস্তানকে ধরাশায়ী করেছে ভারত। তবে, ফাইনালের স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি দ্য গ্রিন ম্যানদের। আজ (২৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা এবং ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে সালমান আলি আগার দল।

এদিকে, সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে বাংলাদেশ। তবে, নেট রানরেটে বেশি দূর এগোতে পারেনি লিটন বাহিনী। মাত্র ১ বল হাতে রেখে ম্যাচ জেতায় +০.১২১ নেট রানরেট টাইগারদের। অন্যদিকে পাকিস্তানকে হারানোর পর টিম ইন্ডিয়ার নেট রানরেট +০.৬৮৯। ফলে, পয়েন্ট সমান ২ হলেও নেট রানরেটে বেশ এগিয়ে সূর্যকুমার যাদবের দল।

সুপার ফোরে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া সুপার ফোরের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। বাকি দুটি ম্যাচে জিতলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই ফাইনালে উঠবে টাইগাররা। এছাড়া অন্তত একটি জিতলেই ফাইনালে উঠার সুযোগ লিটন বাহিনীর। তবে, আশার আলো এখানেই থেমে নেই, শেষ দুই ম্যাচ হারলেও বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার সম্ভাবনা থাকছে, যদি অন্যান্য ম্যাচগুলোর পর বাংলাদেশের পক্ষে আসে।

তবে সমীকরণ কেবল এখানেই থেমে নেই, আজকের পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচের ওপরও অনেকাংশে বাংলাদেশের 'ফাইনাল ভাগ্য' নির্ভর করছে। স্বভাবতই সমর্থকদের মনে প্রশ্ন উঠছে; পাকিস্তান নাকি শ্রীলঙ্কা, কে জিতলে লাভ হবে টাইগারদের? সহজ করে বললে, এমন প্রশ্নের সরল উত্তর দেওয়াও কঠিন। তবে কাগজে-কলমের হিসেব-নিকেশ আর সুপার ফোরের ৪ দলের সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, শ্রীলঙ্কা জিতলেই অনেকাংশে ফায়দা হতে পারে বাংলাদেশের। কেননা, সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি লঙ্কানরা। আর ম্যান ইন ব্লুদের বিপক্ষে শ্রীলঙ্কার সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই ভালো না। তাই, আজ পাকিস্তানের ওপর আস্থা রাখতেই পারেন টাইগার ভক্ত-সমর্থকরা। 

অবশ্য, আজ শ্রীলঙ্কা জিতলেও আরেকটি জটিল অঙ্ক সামনে আসবে। তখন, আরও একটি ম্যাচ জিতলে সহজেই ফাইনালের টিকিট পাবে টাইগাররা। এছাড়া পরের দুটি ম্যাচে হারলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে ভারতকে নিজেদের পরবর্তী দুই ম্যাচে জিততেই হবে। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে, আর শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে।

তবে হিসেব-নিকাশ এখানেই শেষ নয়, একইসঙ্গে পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে খুব অল্প ব্যবধানে হারতে হবে এবং বাংলাদেশের বিপক্ষে শেষ বলে বা ১ রানের ব্যবধানে জিততে হবে।

এসব হিসাব শেষে ভারতের পয়েন্ট ৬ থাকবে; আর বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সমান ২ পয়েন্ট, সেক্ষেত্রে নেট রানরেটে থাকা দলটিই ফাইনালে উঠবে। ফলে, বাংলাদেশেরও ভালো সুযোগ থাকবে।