২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৫

তামিম ইকবালকে সামনে রেখে চলছে ‘সন্ত্রাসী কার্যক্রম’, অভিযোগ আসিফ মাহমুদের

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া  © ফাইল ছবি

বিসিবি নির্বাচনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে পাল্টাপাল্টি চলছে বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি রাজধানীর ফারস্ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ করেছিলেন, সরকারের ঊর্ধ্বতন মহল থেকেও বিসিবির নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তামিম নিজেও এই নির্বাচনে প্রার্থী। যদিও তিনি সরাসরি কোনো নাম উল্লেখ করেননি, তামিমের ইঙ্গিত ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে।

অভিযোগের জবাব দিতে গিয়েই রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই। তিনি বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে। আসিফ আরও দাবি করেন, “তামিম ভাইয়ের পক্ষে কিছু মানুষ অপহরণ করছে, ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার চেষ্টা করছে, আবার বুলবুল ভাইকে ফোন দিয়ে নির্বাচন থেকে সরে যেতে বলা হচ্ছে। এগুলো সবই সন্ত্রাসী কার্যক্রম এবং তামিমকে সামনে রেখে করা হচ্ছে।”

আসিফ ব্যাখ্যা দিয়েছেন, “সরকারের রুটিন কার্যক্রমকে হস্তক্ষেপ বলা উচিত নয়। আমাদের অধীনস্থ কারও সঙ্গে আমি বা আমার সচিব কথা বলতেই পারি। এটা সরকারের স্বাভাবিক কার্যক্রম। যদি এখতিয়ারবহির্ভূত কোনো ঘটনা ঘটে, তখনই বলা যাবে যে অবৈধ হস্তক্ষেপ হচ্ছে।”

তবে আসিফ অভিযোগ করেন, রাজনৈতিক দল থেকে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, “অনেক জায়গায় ডিসিদের রাজনৈতিক নেতারা ফোন দিয়েছেন, কাউন্সিলর পাঠানোর জন্য চাপ দিচ্ছেন। এটিই পলিটিসাইজেশন।”

আসিফ মাহমুদ জানিয়েছেন, তিনি চাইছেন নির্বাচন শতভাগ সুষ্ঠু হোক। তিনি বলেন, “যদি আমার প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল ফ্যানদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করতেন, তা হলে আমি আরও খুশি হতাম। তবে রাজনৈতিক দলের পক্ষে নয়।”

এদিকে, বিসিবি নির্বাচন ঘিরে তামিমের অভিযোগ এবং আসিফ মাহমুদের প্রতিক্রিয়ার পর পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। বিষয়টি দেশের ক্রীড়া মহলে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।