ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ জয় কবে
ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই টান টান উত্তেজনা, মাঠে; মাঠের বাইরে বিতর্কের ঝড়, ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে এই লড়াই অনেকটাই একপেশে হয়ে গেছে। বিশেষ করে ওয়ানডে এবং আইসিসি টুর্নামেন্টের মঞ্চে বারবার হেরে যাচ্ছে পাকিস্তান। অনেকেই হয়তো ভুলেই গেছেন—শেষ কবে ভারতের বিপক্ষে জিতেছিল পাকিস্তান। সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে।
ওই বছরের জুনে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সেই ফাইনালে দুর্দান্ত এক জয় পেয়েছিল পাকিস্তান। ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরি আর মোহাম্মদ আমির ও হাসান আলীর বিধ্বংসী বোলিংয়ের উপর ভর করে তারা ১৮০ রানের বিশাল ব্যবধানে হারায় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে। সেই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৪ উইকেটে তোলে ৩৩৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫৮ রানে। ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান ফখর জামান।
কিন্তু ঐতিহাসিক সেই জয়ের পর গত ছয় বছরেও আর ভারতের বিপক্ষে জয় পায়নি পাকিস্তান। ২০১৮ সাল থেকে টানা ছয়টি ওয়ানডে ম্যাচে হেরেছে তারা। বিশ্বকাপের মঞ্চে দুই দলের ৮ দেখায় একবারও জিততে পারেনি পাকিস্তান। এমনকি চলমান এশিয়া কাপেও প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেছে তারা।
দুই দেশের বৈরিতা,কুটনৈতিক সম্পর্ক খারাপ থাকায় এখন আর কোন দ্বিপক্ষীয় ম্যাচ অনুষ্ঠিত হয় না। একসময় ভারত-পাকিস্তান প্রায় সমশক্তির দল ছিল। ২০১২-১৩ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজেই পাকিস্তান ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল, টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়। তবে সামগ্রিক পরিসংখ্যানে এখনও পাকিস্তান এগিয়ে আছে—দুই দল এখন পর্যন্ত ১৩৫টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে পাকিস্তান জিতেছে ৭৩টি, আর ভারত জিতেছে ৫৭টি ম্যাচ।
তবে এই পরিসংখ্যান কাগজে-কলমে যতই সমানে-সমানে থাকুক, বাস্তবতা বলছে—২০১৭ সালের সেই জয়ই ছিল ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ সাফল্য। এরপর থেকে শুধু অপেক্ষাই চলছে, কবে আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয় ফিরবে পাকিস্তানের ঘরে।