২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮

পাকিস্তানের বিপক্ষে ভারতীয় একাদশে চমক

ভারত-পাকিস্তান  © সংগৃহীত

ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে আজ রবিবারের ভারত-পাকিস্তান মহারণ। এশিয়া কাপের সুপার ফোরের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে দুই দলের প্রস্তুতির শেষ মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। তবে এই ম্যাচে ভারতের একাদশে আসতে পারে বড়সড় চমক। অন্তত তিনটি পরিবর্তন দেখা যেতে পারে গৌতম গম্ভীরের দলে, যার মধ্যে রয়েছে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের প্রত্যাবর্তন এবং একজন অলরাউন্ডারের চোটের কারণে নতুন মুখের অন্তর্ভুক্তির সম্ভাবনা।

গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে কিছু পরিবর্তন এনেছিল ভারত, যেখানে অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে তরুণদের যাচাই করা হয়। এবার সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে সেই বিশ্রামপ্রাপ্ত খেলোয়াড়রা ফিরছেন একাদশে।

উইনিং কম্বিনেশনে সম্ভাব্য পরিবর্তন:

ওপেনার অভিষেক শর্মা দারুণ ছন্দে আছেন, তিন ম্যাচেই রান পেয়েছেন। তাঁর সঙ্গে ওপেন করতে পারেন সহ-অধিনায়ক শুভমান গিল, যিনি এবার বড় ইনিংস খেলতে মরিয়া। তিন নম্বরে খেলবেন ফর্মে থাকা তিলক বর্মা।

মিডল অডারে থাকছেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসন। ব্যাটে রান খুঁজছেন হার্দিক পাণ্ডিয়াও, তবে বল হাতে ছন্দে আছেন। পেস অলরাউন্ডার হিসেবে আরও একবার দেখা যাবে শিবম দুবেকে।তবে চোটে আক্রান্ত অক্ষর পটেলের পরিবর্তে দলে ঢুকতে পারেন রিঙ্কু সিং। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর স্পিন বোলিংও কাজে লাগতে পারে।

স্পিন আক্রমণে ফিরছেন বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব, যিনি গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা হন। তবে সবচেয়ে খুশির খবর পেস বিভাগে জসপ্রিত বুমরাহর প্রত্যাবর্তন নিশ্চিত। তাঁর অন্তর্ভুক্তিতে দলে জায়গা হারাতে পারেন অর্শদীপ সিং।

সম্ভাব্য একাদশঃ অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ।