২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩

বিতর্ক ছাপিয়ে মাঠের লড়াই দেখা যাবে কি আজ?

ভারত-পাকিস্তান  © সংগৃহীত

বিতর্ক, আবেগ, ইতিহাস আর প্রতিদ্বন্দ্বিতা সব কিছু ছাপিয়ে আজ দুবাইয়ে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত দুই দল, ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোর পর্বে এই লড়াই শুধু দুই দলের নয়, দুই জাতির আবেগের প্রতিফলনও বটে। তবে ম্যাচপূর্ব উত্তেজনার কেন্দ্রে এখন আর কেবল ব্যাট-বলের লড়াই নয়, বরং বাড়তি মাত্রা যোগ করেছে মাঠের বাইরের কিছু বিতর্ক।

সাম্প্রতিককালে দুই দলের মধ্যে দেখা গেলেও খেলাটা যেন হয়ে উঠেছে একপেশে। পরিসংখ্যানে ভারতের আধিপত্যই চোখে পড়ে। ২০১০ সালের পর থেকে দুই দল ১৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে ভারত জিতেছে ১২ বার। ২০১৮ সাল থেকে চলতি এশিয়া কাপ পর্যন্ত টানা ৬ ম্যাচে পাকিস্তানের পরাজয় হয়েছে ভারতের কাছে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের কোনো জয় না থাকায় চাপটা যেন আরও বেড়েছে শাহিন শাহদের জন্য।

তবে এই ম্যাচ ঘিরে মাঠের বাইরের ঘটনাগুলোরও কম আলোচনা হয়নি। গ্রুপ পর্বে ভারতের কাছে হারার পর ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়দের কেউই পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি, এই অভিযোগে সমালোচনার মুখে পড়ে ভারত। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন পাকিস্তান অধিনায়ক। এমনকি সুপার ফোরের এই ম্যাচের আগের নির্ধারিত সংবাদ সম্মেলনেও হাজির হননি তিনি। পাকিস্তান দল দাবি করেছে, ম্যাচ রেফারি ক্রিস ব্রড পাইক্রফট টসের সময়ও হাত মেলাতে নিষেধ করেছিলেন।

দীর্ঘদিন কোনো দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায় ভারত-পাকিস্তান ম্যাচ এখন দেখা যায় শুধু আইসিসি বা এশিয়া কাপে। সেই জায়গায় এই লড়াইয়ের গুরুত্ব আরও বেড়ে গেছে। প্রশ্ন হলো—আজ কি বিতর্ক ছাপিয়ে ব্যাট-বলের উত্তেজনাপূর্ণ এক ম্যাচ উপভোগ করতে পারবে ক্রিকেটপ্রেমীরা? নাকি আবারও দেখা যাবে ভারতের একতরফা আধিপত্য ও পাকিস্তানের আত্মসমর্পণ?