সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে চমক!
আফগানিস্তানের বিপক্ষে হারের মুখ থেকে কোনোমতে জয় তুলে নেয় বাংলাদেশ। যদিও সেই জয় অনেকটাই খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছে, তবুও লিটন দাসরা জায়গা করে নিয়েছেন এশিয়া কাপের সুপার ফোরে। তবে ওই ম্যাচে দল নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
একাদশে একাধিক পরিবর্তনের মধ্যে ওপেনিংয়ে পারভেজ ইমনের জায়গায় সাইফ হাসানকে নেওয়া হয়েছিল, যাকে পঞ্চম বোলার হিসেবেও বিবেচনায় রাখা হয়। তানজিম সাকিবের পরিবর্তে নাসুম আহমেদকে খেলানো হয়, যা কার্যকর প্রমাণিত হয়। তবে ভুল সিদ্ধান্ত ছিল স্পিন অলরাউন্ডার শেখ মাহেদীকে বাদ দিয়ে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে খেলানো। অতিরিক্ত ব্যাটার নিয়ে মাঠে নেমে দলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল পার্টটাইম দুই বোলারের চার ওভারের বোঝা, যা শেষ পর্যন্ত দলকে ভোগায়।
শনিবার (২১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে দুবাই স্টেডিয়ামে বাংলাদেশ অবশ্যই চাইবে ওই ভুল আর না করতে। কারণ, শ্রীলঙ্কার সম্ভাব্য ব্যাটিং লাইনআপে রয়েছে পাঁচজন বাঁ-হাতি ব্যাটার, যা বিবেচনায় নিয়ে ডানহাতি অফস্পিনার শেখ মাহেদী হাসানকে আবার একাদশে ফেরানো হতে পারে। এক্ষেত্রে সোহানকে আবার বেঞ্চে বসতে হতে পারে।
দুবাইয়ের উইকেটে স্পিনারদের জন্য সহায়ক কন্ডিশন থাকায় বাংলাদেশ তিন স্পিনার—শেখ মাহেদী, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনকে নিয়ে খেলতে পারে। পেস আক্রমণে থাকবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। ওপেনিংয়ে সাইফ হাসানকে রাখা হতে পারে, যাতে প্রয়োজনে বল হাতেও কিছু অবদান রাখতে পারেন তিনি।
অন্যদিকে, শ্রীলঙ্কা শিবিরেও একটি পরিবর্তন নিশ্চিত। বাঁ-হাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে বাবার মৃত্যুজনিত কারণে দেশে ফিরে গেছেন। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে পেসার মহেশ থিকসানাকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা, মহেশ থিকসানা।