১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৬

সুপার ফোরে ভারতের বাড়তি সুবিধা, চাপে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল  © সংগৃহীত

এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ পর্বের ইতি ঘটছে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভারত-ওমান ম্যাচের মধ্য দিয়ে। এরপরই শুরু হচ্ছে জমজমাট সুপার ফোর পর্ব, যেখানে মুখোমুখি হবে উপমহাদেশের চার দল—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

তবে সুপার ফোর পর্বের সূচি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, প্রতিবারের মতো এবারও সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। প্রতিটি ম্যাচেই তারা পাচ্ছে পর্যাপ্ত বিশ্রাম, আর খেলছে একমাত্র ভেন্যু—দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিপরীতে, বাংলাদেশকে খেলতে হচ্ছে টানা দুই দিন ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুটি ম্যাচ, প্রতিপক্ষ যথাক্রমে ভারত ও পাকিস্তান। প্রস্তুতি, বিশ্রাম ও মানসিক চাপ সবকিছুর দিক থেকেই তাই স্পষ্ট অসুবিধায় থাকছে লিটন দাসের দল।

শ্রীলঙ্কাও এক ম্যাচের জন্য আবুধাবি ভ্রমণ করবে এবং পাকিস্তানের মুখোমুখি হবে ২৩ সেপ্টেম্বর। তবে দ্বিতীয় ম্যাচের আগে তারা পাচ্ছে দুই দিনের বিরতি। ভারত তাদের তিনটি ম্যাচই খেলবে ২১, ২৪ ও ২৬ সেপ্টেম্বর, প্রত্যেকটির আগেই থাকছে বিরতি। ট্রাভেল ঝক্কি কিংবা ক্লান্তির কোনো সুযোগ থাকছে না ভারতীয় দলের।

টুর্নামেন্টের এমন সূচি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশ্লেষকেরা। একে ‘একতরফা সুবিধা’ হিসেবে দেখছেন অনেকেই, বিশেষ করে ভারতকে ঘিরে এমন পরিকল্পনায় সমালোচনার তীর ছুটছে আয়োজকদের দিকেই।

সুপার ফোরের ম্যাচ সূচি:

 তারিখ                                      ম্যাচ                              ভেন্যু                      

২০ সেপ্টেম্বর               শ্রীলঙ্কা vs বাংলাদেশ          দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম 

 ২১ সেপ্টেম্বর               ভারত vs পাকিস্তান             দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম 

       ২৩ সেপ্টেম্বর              পাকিস্তান vs শ্রীলঙ্কা            শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি

২৪ সেপ্টেম্বর             ভারত vs বাংলাদেশ             দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম 

   ২৫ সেপ্টেম্বর              পাকিস্তান vs বাংলাদেশ        দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম 

 ২৬ সেপ্টেম্বর             ভারত vs শ্রীলঙ্কা                  দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম 

  ২৮ সেপ্টেম্বর                ফাইনাল                               দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম 

শেষ পর্যন্ত কারা উঠবে ২৮ সেপ্টেম্বরের ফাইনালে, সেটাই এখন দেখার বিষয়। তবে সুপার ফোরের মাঠের লড়াইয়ের পাশাপাশি টুর্নামেন্টের আয়োজন ও সূচি নিয়েও আলোচনা থাকছে চূড়ায়।