এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা
শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনা। শ্বাসরুদ্ধকর মুহূর্তে বাজিমাত করল শ্রীলঙ্কা—আর সেই একটিমাত্র জয়েই সুপার ফোরে ঠাঁই পেল বাংলাদেশ। এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপপর্বে এখনো একটি ম্যাচ বাকি থাকলেও ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে চারটি দলের নাম, যারা খেলবে এই আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, সুপার ফোরে।
আবুধাবিতে অনুষ্ঠিত এক রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের এই জয়ে হেসেছে বাংলাদেশও। কারণ এই ফলাফলের মাধ্যমেই বিদায় নিয়েছে আফগানিস্তান, আর দ্বিতীয় দল হিসেবে ‘বি’ গ্রুপ থেকে জায়গা করে নিয়েছে টাইগাররা।
অন্যদিকে, ‘এ’ গ্রুপ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করেছিল ভারত ও পাকিস্তান। ফলে এবারের এশিয়া কাপের সুপার ফোরে জায়গা পাওয়া চার দল হলো—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। যদিও গ্রুপপর্বে ভারতের সঙ্গে ওমানের আরেকটি ম্যাচ বাকি রয়েছে, তবে সেটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।
সুপার ফোরে প্রতিটি দল খেলবে অপর তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ। সে হিসাবে বাংলাদেশের সামনে রয়েছে তিনটি ম্যাচ খেলার সুযোগ।
বাংলাদেশের সুপার ফোর সূচি নিচে দেওয়া হলো:
বাংলাদেশ সময় রাত ৮:৩০ টায় শুরু হবে সবগুলো ম্যাচ
১. ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
২. ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভারত (দুবাই)
৩. ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান (দুবাই)
টুর্নামেন্টের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্বে পা রেখেছে টাইগাররা। এখন দেখার পালা, এই চতুর্মুখী লড়াইয়ে কতটা উজ্জ্বল হয় বাংলাদেশের সোনালি স্বপ্ন।