১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৯

মুশফিকের মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা বাড়ল

মুশফিকুর রহিম   © সংগৃহীত

শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার নামের পাশে এখন ৯৮ টেস্ট, যা লাল-সবুজের জার্সিতে সর্বোচ্চ। তবে কোন দলের বিপক্ষে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন, তা এতদিন নিশ্চিত ছিলেন না ক্রীড়াপ্রেমীরা। এবার জানা গেল আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই অন্যরকম এক পূর্ণতা পেতে চলেছে মুশফিকের টেস্ট ক্যারিয়ার।

আগামী নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামবেন মুশি, আইরিশ ক্রিকেট বোর্ড থেকে সম্মতি দেওয়ার পর এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে।

অবশ্য, দ্বিতীয় টেস্ট বাদ দিয়ে ওয়ানডে সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছিল আয়ারল্যান্ড। কিন্তু আলোচনার মাধ্যমে দুই ম্যাচ টেস্ট সিরিজই বহাল রেখেছে দু’দেশের ক্রিকেট বোর্ড। 

২০০৫ সালের মে’তে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশির। ভারতের কিংবদন্তী শচীন টেন্ডুলকারের পর লর্ডসের ভেন্যুতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট খেলোয়াড় হিসেবে ২০০৫ সালে ১৮ বছর বয়সে অভিষেক হয় মুশফিকের। এবার ২০ বছর পর শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে ৩৭ বছর বয়সী মুশফিক।

ইতোমধ্যে ৯৮ টেস্টে ৩৮ দশমিক ১২ গড়ে ৬ হাজার ৩২৮ রান করেছেন তিনি। একমাত্র বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ৬ হাজারের বেশি রান মুশির। টেস্টে তার ব্যক্তিগত ২১৯ রান লাল-বলের ফরম্যাটে বাংলাদেশের পক্ষে যেকোনো ব্যাটারের সর্বোচ্চ স্কোর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র মতে, আগামী ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট এবং ১৯ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে মুশফিকের শততম টেস্ট।

সূত্র এ-ও বলছে, টেস্ট শেষে ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে এবং ২ ডিসেম্বর ঢাকায় তিনটি ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি।