১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৬

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল  © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লম্বা এই সফর শেষে গেল আগস্টে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিল টাইগার যুবারা। সেখানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সিরিজের তিনটি ম্যাচই পরিত্যক্ত হয়। শেষমেশ ১-১ সমতায় শেষ হয়ে সিরিজটি।

ইংল্যান্ড সফর শেষে বর্তমানে বিশ্রামে যুব ক্রিকেটাররা। তবে সপ্তাহখানেক বিশ্রাম শেষে ফের অনুশীলনে নামতে যাচ্ছে তামিম বাহিনী। আগামী অক্টোবরে ঘরের মাঠে আফগান যুবাদের সঙ্গ দেবে বাংলাদেশ।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগামী ২৫ অক্টোবর থেকে এই সিরিজ শুরু হতে পারে, আর সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ১০ নভেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে। এর সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও আয়োজিত হতে পারে। তবে ম্যাচগুলোর ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। 

মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেই যুবা ক্রিকেটারদের সব রকম প্রস্তুতির মধ্যে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া চলতি বছরের নভেম্বরের শেষদিকে যুব এশিয়া কাপও মাঠে গড়াচ্ছে। এরপর আগামী বছরের শুরুতে জিম্বাবুয়ের মাটিতে যুব বিশ্বকাপের পর্দা উঠবে।