১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১

বিশ্ব অ্যাথলেটিকসে নিজের রেকর্ডও ছুঁতে পারেননি বাংলাদেশের হার্ডলার

নাজিমুল হাসান রনি  © সংগৃহীত

জাপানের টোকিওতে চলমান বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অ্যাথলেট নাজিমুল হাসান রনি অংশ নিয়েছেন। কিন্তু ৪০০ মিটার হার্ডেলসে উল্লেখযোগ্য অবস্থান অর্জন করতে পারেননি তিনি। ৪৪ জন প্রতিযোগীর মধ্যে ৪২তম হয়েছেন তিনি।

৪০০ মিটার হার্ডেলসে মোট ৫টি হিট হয়। এর মধ্যে পাঁচ নম্বর হিটে ছিলেন বাংলাদেশের হার্ডলার রনি। হিটে ৯ জনের মধ্যে নবম হয়েছেন তিনি। তার টাইমিং ছিল ৫২ দশমিক ৪৭ সেকেন্ড। হিটে প্রথম স্থান অর্জনকারী নাইজেরিয়ার নাথানিয়েলের টাইমিং ৪৮ দশমিক ৩৭ সেকেন্ড। 

তার পেছনে থাকা দুই অ্যাথলেটের একজন সেন্ট কিটস অ্যান্ড নেভিসের আরেকজন ম্যাকাওয়ের। প্রতি হিট থেকে চারজন ও পাঁচ হিট মিলিয়ে সর্বোচ্চ টাইমিংধারী চারজন মোট ২৪ জন সেমিফাইনালে উঠেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪০০ মিটার হার্ডেলসে ৩১ বছরের জাতীয় রেকর্ড ভেঙেছিলেন রনি। ১৯৯৩ সালের ডিসেম্বরে ৫১ দশমিক ৮৭ সেকেন্ড টাইমিং করেছিলেন নৌবাহিনীর আব্দুর রহিম নাঈম। গত তিন দশকে কেউই এই টাইমিং অতিক্রম করতে পারেনি।

৫০ দশমিক ৮৪ সেকেন্ড টাইমিংয়ে নতুন কীর্তি গড়েছিলেন রনি। কিন্তু গেল আগস্টে সামার অ্যাথলেটিকসে ৪০০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতলেও তার টাইমিং বেড়ে দাঁড়ায় ৫২ দশমিক ৩০ সেকেন্ড। জাতীয় পর্যায়ে এমন উন্নতি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, তবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান এখনও যোজন-যোজন পেছনে।

বিশ্ব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার হার্ডেলসে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি ছিল বাংলাদেশ, যা আঞ্চলিক দিক থেকে গুরুত্বপূর্ণ দিক। তবে গর্বের পাশাপাশি বাস্তবতা নির্ধারণও জরুরি। ফলে, রনির পারফরম্যান্স চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে; কেবল অংশগ্রহণ নয়, বরং যোগ্যতার সঙ্গে বিশ্বমঞ্চে পারফর্মও ভবিষ্যতের লক্ষ্য হিসেবেই করতে হবে।