১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:২০

একপেশে লড়াইয়ে পাকিস্তানকে হেসেখেলে হারাল ভারত

ভারত-পাকিস্তান ম্যাচ  © টিডিসি ফটো

মাঠের বাইরে উত্তেজনা থাকলেও, এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াইয়ে মাঠে একচেটিয়া ভারতীয় দাপটই দেখা গেল। কুলদীপ, বুমরাহ ও অক্ষরের বোলিং তোপে টেনেটুনে লড়াইয়ের পুঁজি পেয়েছিল পাকিস্তান। জবাবে অভিষেক শর্মার ঝোড়ো ইনিংস আর সূর্যকুমার ও তিলক ভার্মার ব্যাটে সহজ জয় পায় ভারত। এই জয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ম্যান ইন ব্লু'রা। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ আগামী ১৯ সেপ্টেম্বর, ওমানের বিপক্ষে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। জবাবে ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে ভারত। 

ছোট লক্ষ্য তাড়ায় শাহীন আফ্রিদিকে চার ও ছক্কা মেরে ঝোড়ো শুরু করেন অভিষেক শর্মা। সাইম আইয়ুবকে শুভমান গিলও আক্রমণ করেছিলেন, তবে ১০ রান করে আউট হন এই ওপেনার। অন্যপ্রান্তে অভিষেক ১৩ বলে ৩১ রান করে ফিরলেও শুরুতেই ভালো ভিত্তি গড়ে জয়ের পথ সহজ করে রেখেছিলেন।

পরে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তিলক ৩১ রানে বোল্ড হলেও, অধিনায়ক সূর্যকুমার অপরাজিত ৪৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

পাকিস্তানের একমাত্র সফল বোলার ছিলেন সাইম আইয়ুব, তিনটি উইকেটই তার দখলে।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম দুই ওভারেই জোড়া উইকেট হারায় দ্য গ্রিন ম্যানরা। ইনিংসের প্রথম বলেই ডাক মেরে ওপেনার সাইম আইয়ূব এবং পরের ওভারে সাজঘরে ফেরেন মোহাম্মদ হারিস (৫ বলে ৩)। 

আরও পড়ুন: জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দলের যুগপৎ আন্দোলন, কিন্তু কেন

এরপর দুই অঙ্ক স্পর্শ করার আগেই ফেরেন সালমান আগা (১২ বলে ৩) ও হাসান নেওয়াজ (৭ বলে ৫)। এছাড়া ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেন মোহাম্মদ নেওয়াজ। এতে ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। সেখান থেকে ৯ উইকেটে ১২৭ রানে থামে দ্য গ্রিন ম্যানরা। 

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার শাহিবজাদা ফারহান। ৪৪ বলে তিনটি ছক্কা ও একটি চারে এই ইনিংস সাজান তিনি। 

অবশ্য, শেষের ঝড়ে স্কোর বাড়িয়ে নেওয়ার কাজটা সারেন নয় নম্বরে ব্যাটিংয়ে নামা পেসার শাহিন শাহ আফ্রিদি। ১৬ বলে ৪ ছক্কায় ৩৩ রান করেন তিনি। এছাড়া ফখরের ব্যাট থেকে ১৫ বলে ১৭ রান আসে।

মূলত ভারতের স্পিন ঘূর্ণিঝড়ই পাকিস্তানের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেয়। ৪ ওভার হাত ঘুরিয়ে সমান ১৮ রান দিয়ে ৩ ও ২ উইকেট তুলে নেন কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। এছাড়া ২৪ রান খরচায় ১ উইকেট নেন ডানহাতি লেগি বরুণ চক্রবর্তী। আর ৪ ওভারে ২৮ রান খরচায় ২ উইকেট শিকার করেন বুমরাহ।