১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫০

বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)  © সংগৃহীত

মাসের শুরুতেই আগেই জানানো হয়েছিল, অক্টোবরেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। চলতি মাসের শুরুতে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এ বিষয়ে নিশ্চিত করেছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে জানা গেল নির্বাচনের তারিখও।

শনিবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে বিসিবি নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে বোর্ড কর্তৃপক্ষ। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন গণমাধ্যমকে জানান, বিসিবি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ অক্টোবর।

এ সময় বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘অক্টোবর মাসে যে নির্বাচনটি হবে, সেটিকে ঘিরে ধাপে ধাপে কিছু প্রক্রিয়া চলছে। আমরা সেটি নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন, ইতোমধ্যে তিনজন নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়েছে এবং তারা দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের কিছু পরিষ্কার ধারণার প্রয়োজন ছিল, সেটি নিয়েই আলোচনা হয়েছে। প্রক্রিয়াটা কেমন হবে, চিঠি কবে যাবে—এসব বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে।’

বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানায়, নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিলও চূড়ান্ত করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। পরদিন ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদান, ২৬ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ২৭ সেপ্টেম্বর আপিল ও শুনানি, ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপর ৪ অক্টোবর ভোট গ্রহণ ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। আর আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর।