০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৫

এশিয়া কাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার

মাসুদুর রহমান মুকুল এবং গাজী সোহেল  © সংগৃহীত

আসন্ন এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মহাদেশীয় এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ২ জন আম্পায়ার থাকছন। তারা হচ্ছেন-মাসুদুর রহমান মুকুল এবং গাজী সোহেল।

মুকুল-সোহেল ছাড়াও আফগানিস্তানের আহমাদ পাকতিন ও ইজাতউল্লাহ শফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রবীন্দ্র ভিলমালসিরি ও রুচিরা পালিয়াগুরুগে এবং ভারতের রোহান পন্ডিত ও বীরেন্দর শর্মা আম্পায়ার হিসেবে এশিয়া কাপে থাকছেন।

এদিকে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের মুকুল এবং শ্রীলঙ্কার ভিলমালসিরিকে দেখা যাবে। এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে আফগান পাকতি এবং আরেক আফগান শফি চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন। এছাড়া অ্যান্ড্রু পাইক্রফটকে ম্যাচ রেফারি হিসেবে দেখা যাবে।   

এর আগে, আইসিসির ইভেন্টে আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছে মুকুল এবং সোহেলের। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ, ফাইনাল ম্যাচেও মুকুলকে আম্পায়ারের দায়িত্বে দেখা গেছে। আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান এবং হংকং এর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের এবারের আসর।

একনজরে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচের অনফিল্ড আম্পায়াররা: 

৯ সেপ্টেম্বর: আফগানিস্তান-হংকং 
অন-ফিল্ড আম্পায়ার : আসিফ ইয়াকুব ও বীরেন্দর শর্মা
১০ সেপ্টেম্বর: ভারত-সংযুক্ত আরব আমিরাত 
অন-ফিল্ড আম্পায়ার: গাজী সোহেল ও ইজাতউল্লাহ শফি  
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ-হংকং 
অন-ফিল্ড আম্পায়ার: রবীন্দ্র ভিমালাসিরি ও রোহান পন্ডিত  
১২ সেপ্টেম্বর: পাকিস্তান-ওমান
অন-ফিল্ড আম্পায়ার: মাসুদুর রহমান ও আহমাদ পাকতিন  
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা 
অন-ফিল্ড আম্পায়ার: রোহান পন্ডিত ও ফয়সাল আফ্রিদি  
১৪ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান 
অন-ফিল্ড আম্পায়ার: রুচিরা পালিয়াগুরুগে ও মাসুদুর রহমান  
১৫ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত-ওমান 
অন-ফিল্ড আম্পায়ার: বীরেন্দর শর্মা ও আসিফ ইয়াকুব  
১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা ও হংকং 
অন-ফিল্ড আম্পায়ার: গাজী সোহেল ও ইজাতউল্লাহ শফি  
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান
অন-ফিল্ড আম্পায়ার: ফয়সাল আফ্রিদি ও রবীন্দ্র ভিমালাসিরি  
১৭ সেপ্টেম্বর: পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত 
অন-ফিল্ড আম্পায়ার: আহমাদ পাকতিন ও রুচিরা পালিয়াগুরুগে  
১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা-আফগানিস্তান 
অন-ফিল্ড আম্পায়ার: আসিফ ইয়াকুব ও বীরেন্দর শর্মা  
১৯ সেপ্টেম্বর: ভারত-ওমান 
অন-ফিল্ড আম্পায়ার: রবীন্দ্র ভিমারাসিরি ও ফয়সাল আফ্রিদি