এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব
এশিয়ার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে। আর ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে গড়াবে ৮ জাতির এই টুর্নামেন্ট।
এদিকে নতুন আসর শুরুর আগে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। যেখানে লাল-সবুজের একমাত্র প্রতিনিধি হিসেবে সাকিব আল হাসান জায়গা করে নিয়েছেন।
এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদিও সাকিবের সঙ্গে এই একাদশে আছেন। এই দলে ভারত থেকে সর্বোচ্চ চার জন, শ্রীলঙ্কা থেকে তিন জন, পাকিস্তান থেকে দুই জন এবং আফগানিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।
ক্রিকইনফোর এই একাদশে ইনিংস গোড়াপত্তনে শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে আছেন। তিনে ভারতের বিরাট কোহলি, চারে সুর্যকুমার যাদব এবং পাঁচে অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি জায়গা পেয়েছেন। এছাড়া বাংলাদেশের সাকিব আল হাসান ছয় নম্বরে জায়গা পেয়েছেন। এরপরই আছেন শহিদ আফ্রিদি।
এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে আট নম্বরে আফগান স্পিনার রশিদ খানও জায়গা পেয়েছেন। পাকিস্তানের উমর গুল, ভারতের জাসপ্রিত বুমরাহ ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা পেস ইউনিটের দায়িত্বে আছেন। এছাড়া পাকিস্তানের স্পিনার সাঈদ আজমলকে দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে।
এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ: সনাৎ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।
দ্বাদশ ব্যক্তি: সাঈদ আজমল।