বিসিবি নির্বাচনের কমিশন গঠন, দায়িত্বে যারা
আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড অব ডিরেক্টর্সের নির্বাচন। আসন্ন এই নির্বাচন পরিচালনার জন্য শনিবার (৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) ও সিআইডি প্রধান মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ডের সংবিধান ও বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য নিম্নোক্ত ব্যক্তিবর্গকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গেল ১ সেপ্টেম্বরের ক্রিকেট বোর্ডের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বোর্ডের গঠনতন্ত্র ও বিধিমালা মোতাবেক তিন সদস্যের এই নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে।
মূলত রাজনৈতিক পট-পরিবর্তনের পর ভিন্ন আবহ পেয়েছে এবারের বিসিবি নির্বাচন। বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ সভাপতি হিসেবে আলোচনায় আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া পরিচালনা পর্ষদেও নতুন কিছু মুখ আসার সম্ভাবনা থাকছে।
বিসিবির সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ তার প্রথম সভা থেকে চার বছর। সর্বশেষ বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ জন পরিচালক। এরপর এই ২৫ জন পরিচালক ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।