বিপুল ভোটে কোয়াবের নতুন সভাপতি মিঠুন
দেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন। বিপুল ভোটে জয়লাভ করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সেলিম শাহেদ।
সভাপতি পদে মিঠুন ১৫৪ ভোট পেয়েছেন। অন্যদিকে সেলিম শাহেদ পেয়েছেন ৩৪ ভোট। ১২০ ভোটের ব্যবধানে জিতেছেন মিঠুন।
এর আগে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে কোয়াবের ভোটগ্রহণ।
কোয়াব নির্বাচনের পদ সংখ্যা ১১টি। এর মধ্যে ১০ পদেই একক প্রার্থী থাকায় হয়নি ভোট। কেবল সভাপতির পদের লড়াই বাঁচিয়ে রেখেছিল নির্বাচন। তবে সভাপতি পদেও নির্বাচন হতো না, সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ কেবল স্রেফ অটো পাস তকমা সরাতে এই পদে দাঁড়িয়েছেন।
এর আগে, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ (সিনিয়র সহ-সভাপতি), নুরুল হাসান সোহান (সহ-সভাপতি), নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান মিরাজ, রুমানা আহমেদ, খালেদ মাসুদ পাইলট, ইমরুল কায়েস, ইরফান সুক্কুর এবং আকবর আলী (নির্বাহী সদস্য) সবাই নিজ নিজ বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।