০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৬

লিটনের অধিনায়কত্বে মুগ্ধ বিসিবি সভাপতি

লিটন ও বুলবুল   © সংগৃহীত

শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে ডাচদের বিপক্ষে সিরিজটি টাইগারদের জন্য প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। তবে চলমান এই সিরিজে ব্যাটারদের তেমন কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। কারণ, দুটি ম্যাচেই বাংলাদেশ জয় তুলে নিয়েছে ৮ ও ৯ উইকেটের বড় ব্যবধানে। ফলে, ব্যাটারদের নিজেকে মেলে ধরার তেমন সুযোগ হয়নি। অবশ্য, লিটন দাসের অধিনায়কত্বে মুগ্ধ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

লিটনকে নিয়ে বিসিবি বস বললেন, ‘বাংলাদেশ এখন একটা দল হিসেবে খেলছে। লিটনের মাঝে দেখা যাচ্ছে যে মাঠে তার উপস্থিতিটা খুব দেখা যাচ্ছে। শুধু মাঠের মধ্যে না, মানে সবমিলিয়ে ওর ক্যাপ্টেনসি খুব ব্রিলিয়ান্ট।’

এমন জয় নিয়ে বুলবুল বললেন, ‘অনেকগুলো ভালো খেলোয়াড় একসাথে এসেছে এবং আমাদের উচিত হবে এই বেঞ্চটাকে আমরা কীভাবে আরও প্রতিযোগিতামূলকভাবে রেডি করতে পারি। দেখেন আমাদের একটা বড় গ্রুপ কিন্তু অলরেডি অবসরে এবং এখানে আমাদের এই প্লেয়ারগুলো এখন সুযোগ পেয়েছে।’

তিনি এ-ও বলেন, ‘তবে এটা আমাদের দায়িত্ব আমরা এই গ্রুপটাকে আমরা কিভাবে গড়ে তুলছি। কেননা এই ক্রিকেট এমন একটা খেলা যে ফর্মের অনেক ওঠানামা হয়। তবে যখন বেঞ্চ, সাইড বেঞ্চে যখন প্রতিযোগিতাটা বেড়ে যায় তখন দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা থাকে।’

তিনি যোগ করেন, ‘পরপর তিনটা সিরিজ জিতলাম আমরা। আমার কাছে মনে হয়েছে যে প্লেয়ারদের আত্মবিশ্বাস ছিল অনেক। ক্রমাগত যে উন্নতির যে দিকটা সেটা দেখতে পাচ্ছি। এই আত্মবিশ্বাসটা হয়তো ইনশাল্লাহ এশিয়া কাপে কাজে লাগবে।’

বোলিং নিয়ে বুলবুল বলেন, ‘এপ্রোচটা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এখানে তারা যে খারাপ বল করার যে প্রবণতা বা আপনার নাম্বার সেটা কমে গিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা খেলা যে বোলারদের উপর সবসময় চাপে থাকে। তো সেখানে বিশেষ করে আমি নাসুম, তানজিম সবাই এবং মোস্তাফিজ, তারা খুবই ভালো করছে।’