যে প্রশ্ন কোচ–অধিনায়কের কাছে রাখার পরামর্শ তামিমের
দুটি জয়ই দুর্দান্ত, বলাই যায়। তবে ঘরের মাঠে এশিয়া কাপের প্রস্তুতি মঞ্চে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি জয়ই পরে ব্যাটিং করে এসেছে। অবশ্য, দুবারই টাইগার অধিনায়ক লিটন দাসই টস জিতেছেন। ফলে প্রশ্ন উঠছে, অন্তত দ্বিতীয় ম্যাচে কি আগে ব্যাটিং করা যেত না!
এমন প্রশ্ন যখন কাঠগড়ায়, তখন ওপেনার তানজিদ হাসান তামিম জানালেন ভিন্ন কিছু। তার দাবি, হোম অ্যাডভান্টেজের ফায়দাই নিয়েছে বাংলাদেশ। অবশ্য, এর চেয়ে বেশি কিছু জানার থাকলে তা কোচ-অধিনায়কের মত নেওয়ার পরামর্শ-ও দিয়েছেন তিনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'টস জিতে ফিল্ডিং নিয়েছি কেন, এটা ক্যাপ্টেন কোচ টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। এটা নিয়ে আমি কিছু বলতে পারব না।'
তিনি আরও বলেন, 'আসলে হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায়। আগের ম্যাচে দেখেছেন প্রচুর শিশির পড়েছে। পরে ব্যাটিং করা সহজ হয়েছে। আজও একই ভাবনা ছিল। হয়ত শিশির পড়বে। যেহেতু এটা সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল। কোচ-ক্যাপ্টেন ও টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে ভাববে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।'
উল্লেখ্য, সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭ দশমিক ৩ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিক দল।