৩০ আগস্ট ২০২৫, ১৮:৫১
তাসকিনের জোড়া আঘাত
আক্রমণে এসে প্রথম বলেই উইকেট পেয়েছিলেন তাসকিন আহমেদ। ভয়ংকর হয়ে ওঠা ম্যাক্স ও’ডাউডকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন। এবার তার হাত ধরেই এলো দ্বিতীয় সাফল্য।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ডাচদের সংগ্রহ ২ উইকেটে ৬০ রান। ক্রিজে এসেছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
অষ্টম ওভারে বোলিংয়ে ফিরেই প্রথম বলে ফের তাসকিনের উইকেট। এবার তার শিকার ওপেনার বিক্রমজিৎ সিং।
অফ স্টাম্পের বাইরে করা তাসকিনের শর্ট বলে পুল করতে গিয়ে লং অনে ক্যাচ দেন বিক্রমজিৎ। পারভেজ হোসেন ইমন সেই ক্যাচটি লুফে নিলে দ্বিতীয়বারের মতো সাফল্য আসে তাসকিনের হাতে। ১১ বলে মাত্র ৪ রান করে ফেরেন ডাচ এই ব্যাটার।
এর আগে, টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চে দুই স্পিনার আর তিন পেসারে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা।