৩০ আগস্ট ২০২৫, ১৪:৫০

ডাচদের বিপক্ষে একাদশ নিয়ে অম্লমধুর সমস্যায় বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল  © সংগৃহীত

ভারতের সঙ্গে পূর্বনির্ধারিত সিরিজ এক বছর পিছিয়ে যাওয়ায় ফাঁকা সময়ে ঘরের মাঠে নেদারল্যান্ডসকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ৷ এই সিরিজ দিয়েই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে চায় টাইগাররা। 

যদিও এমন সিরিজ এশিয়া কাপের আদর্শ প্রস্তুতি কি না, তা নিয়ে নানান প্রশ্ন উঠছে৷ কেননা, দুই দলের শক্তি ও ক্রিকেট সংস্কৃতির পার্থক্যের কারণে সিরিজে স্পষ্ট ফেভারিট হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশকে। এমন সমীকরণে জয় দিয়ে শুরু করতে চায় টাইগাররা, অন্যদিকে ডাচরাও হুমকি দিয়ে রেখেছে। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। স্থানীয় সময় 
সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে ডাচদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা চলছে। এই ম্যাচে ওপেনার পারভেজ হোসেন ইমন ও শামীম পাটোয়ারীর খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে তাদের নিয়ে আশার গল্প শুনিয়েছেন টাইগার কোচ ফিল সিমন্স। জানিয়েছেন, টপ ও মিডল-অর্ডারের এই দুই ব্যাটার সম্পূর্ণ প্রস্তুত।

তাদের নিয়ে সুসংবাদ পেলেও শঙ্কা আরেক জায়গায়। কেননা, ইমন খেললে সাইফ হাসানের একাদশে থাকার সুযোগ কম, আর শামীম খেললে নুরুল হাসান সোহানকে বেঞ্চেই সময় কাটাতে হবে। কিন্তু মহাদেশীয় লড়াইয়ের আগে নতুন এই দুই ক্রিকেটারের পারফরম্যান্স দেখাও দলের জন্য জরুরি।

সবশেষ ক'টি সিরিজে লাল-সবুজ শিবিরে পরীক্ষার ফল খুব ভালো হয়নি। সংযুক্ত আরব আমিরাত সফরে মোস্তাফিজের আইপিএল মাতানোর মাশুল দিয়েছিল একেবারে বাজেভাবে, টাইগারদের নাস্তানাবুদ করেছিল স্বাগতিকরা। শ্রীলঙ্কায় যদিও একটি ম্যাচেই হেরেছিল বাংলাদেশ, সে ম্যাচে অসুস্থতার কারণে ছিলেন না জাকের আলি। এছাড়া চারে নাঈমকে খেলানোয় বিপাকে পড়েছিল টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানের বিপক্ষে হোম অব ক্রিকেটে ২-১ ব্যবধানে সিরিজ জয়েও পরীক্ষা ছিল টানাপোড়েনময়। হেরে যাওয়ার দিনে ওপেনিংয়ে ব্যর্থ নাঈম। তাওহীদ হৃদয়ের ইনজুরিতে মিরাজকে চারে খেলানো হয়েছিল, কিন্তু তাতেও সাফল্য আসেনি।

অবশ্য ডাচরা শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো শক্তিশালী কিনা তা নিয়ে নতুন করে তর্কের কিছু নেই। তবুও তাদের হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। সংবাদ সম্মেলনে টাইগার দলপতি স্পষ্ট করেছিলেন, আগে সিরিজ জয়ে চোখ বাংলাদেশের৷ ফলে, প্রথম ম্যাচে বাংলাদেশ সম্ভবত পরীক্ষার পথে হাঁটছে না। যে কারণে ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়ে হাত গুটিয়ে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট৷  

তবে, কেবল বোলিং আক্রমণে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, সেটিও কন্ডিশন বিবেচনায়। পেস ইউনিটে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ প্রায় নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে তানজিম নাকি সাইফউদ্দিন, তা নিয়েই জোর আলোচনা।

স্পিন বিভাগে রিশাদ হোসেনের থাকার সম্ভাবনাও বেশ। তার সঙ্গী মেহেদী নাকি নাসুম, সেটাও সিলেটের উইকেটের ওপর নির্ভর করবে। সবমিলিয়ে অম্লমধুর সমস্যায় পড়তে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট।