ইতিহাস গড়তে আর এক ধাপ দূরে সাকিব
ক’দিন আগেই টি–টোয়েন্টিতে ৬৫০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন রশিদ খান। তখনও ৪৯৮ উইকেটে থেমেছিলেন সাকিব আল হাসান। সিপিএলের প্রথম দুই ম্যাচে উইকেটশূন্য ছিলেন লাল-সবুজের এই প্রতিনিধি। অবশেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ক্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে উইকেটের দেখা পেয়েছেন। এতে পাঁচ শ’র মাইলফলক থেকে মাত্র ১ উইকেট দূরে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।
৪৫৫ ম্যাচে বাংলাদেশের এই কিংবদন্তির উইকেট সংখ্যা এখন ৪৯৯। এই ফরম্যাটে কেবল ৪ জনের—রশিদ খান (৬৫৮), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারিন (৫৯০) ও ইমরান তাহির (৫৪৯) ৫০০ বা তার বেশি উইকেট আছে।
সাকিবের উইকেট পাওয়ার দিনে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসও অবশ্য রোমাঞ্চকর জয় পেয়েছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৬ রান তোলে দলটি। জবাবে ৬ উইকেটে ১৫৯ রানে থামে ত্রিনবাগো, ৮ রানের এই জয়ে শীর্ষে উঠেছে সাকিবরা।
বল হাতে মাত্র এক ওভার করেছিলেন সাকিব। ২ রান খরচায় নেন ১ উইকেট। অবশ্য ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি। ১৩ বল মোকাবিলায় মোটে ৭ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা: ২০ ওভারে ১৬৭/৬ (অ্যালেন ৪৫, ইমাদ ৩৯*, অ্যান্ড্রু ২২; তারিক ২/৩৭, এডওয়ার্ড ২/৫৬)।
ত্রিনবাগো: ২০ ওভারে ১৫৯/৬ (মানরো ৪৪, পোলার্ড ৪৩*, কার্টি ৩৫; ম্যাকয় ৪/৩৯, সাকিব ১/২)।
ফল: অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ওবেদ ম্যাকয়।