প্রথমবার জাতীয় পুরুষ দলের ম্যাচে নারী আম্পায়ার জেসি
আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে সাথিরা জাকির জেসিকে আম্পায়ার হিসেবে দেখা যাবে। অবশ্য বৈশ্বিক মহারণের আগে ড্রেস রিহার্সেল হিসেবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ারিং প্যানেলে তাকে যুক্ত করা হচ্ছে। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ। ডাচদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করবেন জেসি, যা দেশের নারী আম্পায়ারিংয়ের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। জেসির সৌজন্যে জাতীয় পুরুষ দলের কোনো আন্তর্জাতিক সিরিজে প্রথমবারের মতো নারী আম্পায়ার দেখা যাবে। তবে অনফিল্ড আম্পায়ার হিসেবে তার সুযোগ হচ্ছে না।
সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমন। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল। চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন জেসি। এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মোর্শেদ আলী খান সুমন।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন জেসি। এছাড়া অনফিল্ডে মাসুদুর রহমান মুকুল ও মোর্শেদ আলী খান এবং চতুর্থ আম্পায়ার হিসেবে তানভীর আহমেদ দায়িত্ব পালন করবেন। পুরো সিরিজে ম্যাচ রেফারির ভূমিকা পালন করবেন নাঈমুর রশিদ রাহুল।
এদিকে নেদারল্যান্ডস সিরিজের আগে আইসিসির প্রশিক্ষণে অংশ নিতে বাংলাদেশের ৭ আম্পায়ার শ্রীলঙ্কায় যাচ্ছেন। ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রশিক্ষণ চলবে।
এর আগে, ২০২৪ সালের মার্চে বাংলাদেশের একজন নারী ম্যাচ রেফারি ও চারজন নারী আম্পায়ার আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে চুক্ত হয়েছিলেন। নারী আম্পায়ারদের তালিকায় রোকেয়া সুলতানা, ডলি রানী ও চম্পা চাকমার সঙ্গে জেসিও ছিলেন। লম্বা সময় ধরেই আন্তর্জাতিক ক্রিকেট ধারাবাহিকভাবে কাজ করছেন সাবেক এই ক্রিকেটার।
একই বছরের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে অনফিল্ডে এবং জুলাইয়ে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও আম্পায়ারিং করেছেন।
চলতি বছরের জানুয়ারিতে মালয়েশিয়াতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র আম্পায়ার হিসেবে ছিলেন জেসি। আম্পায়ারিংয়ে আসার আগে লাল-সবুজের জার্সিতে দুটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।