১৮ আগস্ট ২০২৫, ১৮:৩৩

এবার এশিয়া কাপে ভিন্ন গল্প লিখতে চায় বাংলাদেশ

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের  © সংগৃহীত

২০১২, ২০১৬, ২০১৮—তিনবার ফাইনালে গিয়েও এশিয়া কাপের শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানদের সেই কান্নাভেজা স্মৃতি এখনো ভোলেনি সমর্থকেরা। তবে বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের বিশ্বাস, এবারের আসরে ভিন্ন গল্প লিখতে যাচ্ছে লাল-সবুজের দল।

বছরের শুরুর বাজে সময় পেরিয়ে বাংলাদেশ টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতে ফিরেছে ছন্দে। শ্রীলঙ্কায় প্রথম ম্যাচ হারলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জেতে লিটন দাসের দল। লঙ্কানদের বিপক্ষে এটিই বাংলাদেশের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে একই ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস আরও উঁচুতে নিয়ে গেছে বাংলাদেশ।

দুই সিরিজে শামীম হোসেন পাটোয়ারীর দুর্দান্ত ফিল্ডিং, পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিং, জাকের আলীর দায়িত্বশীল ইনিংস এবং শেখ মেহেদী-মোস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিং দলকে শক্ত ভিত দিয়েছে।

মিরপুরে সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘ইনশা আল্লাহ, এবার আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। সবাই পরিশ্রম করছেন, বিশ্বাস করছেন। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব।’

এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। প্রতিটি ম্যাচ জেতার মানসিকতা নিয়েই মাঠে নামবে দল, জানালেন জাকের।

২০১২ সালে পাকিস্তানের কাছে ২ রানে হেরে প্রথমবার রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৬ ও ২০১৮ সালে ভারত কাঁদিয়েছে লাল-সবুজকে। ২০১৮ সালের পর এবার আবারও এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, হংকং ও আফগানিস্তান। আর অন্য গ্রুপে ভারত-পাকিস্তানের লড়াই জমাবে আমিরাত ও ওমানের বিপক্ষে।

বাংলাদেশ কি পারে তিনবারের ফাইনালের হতাশা কাটিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ ট্রফি জিততে? জাকেরদের আত্মবিশ্বাসে অন্তত নতুন এক আশার আলো দেখতে পাচ্ছেন সমর্থকেরা।