১৪ আগস্ট ২০২৫, ১০:১৪

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ দল  © সংগৃহীত

আসন্ন ২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্যস্ত সূচি পার করছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে গত মঙ্গলবার ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল। তবে বেশি দিন বিশ্রামের সময় পাচ্ছেন না টাইগার যুবারা। আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের দল।

আগামী ৫ সেপ্টেম্বর এই সিরিজ শুরু হবে। এই ম্যাচটি লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে গড়াবে। একদিন বিরতি দিয়ে একই মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। এরপর ১০ সেপ্টেম্বর ব্রিস্টলের সিট ইউনিক গ্রাউন্ডে হবে তৃতীয় ম্যাচ। এছাড়া ১২ ও ১৪ সেপ্টেম্বর কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে শেষ দুটি ম্যাচ হবে। অবশ্য ইংল্যান্ড সিরিজের পর ১৪ থেকে ২১ সেপ্টেম্বর বিশ্রামে থাকবে টাইগাররা।

এর আগে, আয়ারল্যান্ড যুবাদের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি ম্যাচটি। ইংলিশ সফরের জন্য ৩১ আগস্ট ঢাকা ছাড়বে যুবারা। অবশ্য এর আগে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কয়েকদিন অনুশীলন ক্যাম্প করবে দল।

এই সিরিজ নিয়ে অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়, বেশ রোমাঞ্চকর সিরিজ হবে। অবশ্যই আমরা আমাদের ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব। বাকিটা আল্লাহ্‌ ভরসা।’

ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি: