১১ আগস্ট ২০২৫, ২০:৩৩

বিসিবির পাওনা ৪৬ কোটি টাকা নিয়ে মুখ খুললেন চিটাগং মালিক

সামির কাদের চৌধুরী   © সংগৃহীত

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল চিটাগাং কিংস। কিছুদিন আগে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে ৪৬ কোটি টাকা পাওনার দাবিতে আইনি নোটিশ পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তার অভিযোগ, এ সমস্যা সমাধানে একাধিকবার চেষ্টা করেও বিসিবির সঙ্গে আলোচনায় বসতে পারেননি তিনি। অবশেষে সোমবার (১১ আগস্ট) বিসিবি তাদের সঙ্গে যোগাযোগ করেছে। জানা গেছে, শিগগিরই আলোচনায় বসতে যাচ্ছে দুই পক্ষ।

রাজধানীর এক রেস্তোরাঁয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সামির কাদের বলেন, 'আমার সঙ্গে আজকে কথা হয়েছে, কিছু বোর্ড পরিচালকদের সঙ্গে। উনারা আমাকে নিশ্চিত করেছেন যে এটা নিয়ে আমার সঙ্গে খুব শিগগিরই বসে সমাধান করবে।' 

বিসিবিকে ধন্যবাদ জানিয়ে সামির আরও বলেন, 'এখন যেহেতু তারা আমাকে আজকে দুপুরবেলা বলেছে যে তারা বসবেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এতদিন পর যে নিজ থেকে তারা এখন আমাকে ডাকছে আলোচনায় বসার জন্য।'

বিসিবি কী আসলেই ৪৬ কোটি টাকা পাবে, এমন প্রশ্নে চিটাগাং কিংসের কর্ণধার বলেন, 'মজার বিষয় হলো এই ফিগারটা ৪৬ কোটি টাকার। এটা না ওনাদের (বিসিবি) কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে। কিন্তু বাজারে কিন্তু ঘুরছে ৪৬ কোটি টাকা। এই ফিগারটা কোথা থেকে আসছে, এটা কারো কাছে কোনো উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়ত-বা জিজ্ঞেস করা হয়েছে, এটার কোনো উত্তরই নেই। আমার কাছেও নেই।'

তিনি আরও বলেন, 'আমি একবার নয়, বহুবার জানিয়েছি। বহুবার জানিয়েছি। তার মানে বিসিবি… আমি কেন বলছি, তা হলো—যখন আমি জানিয়েছি, তখন দুর্ভাগ্যজনকভাবে তাদের জন্য, আর দুর্ভাগ্যজনকভাবে আমার জন্য-ও, বিষয়টি তাদের জানা ছিল না। তারা বিষয়টি জানতই না। তো এখন অজান্তেই আমাকে ৪৬ কোটি টাকার একটি নোটিশ দিয়ে দিয়েছে।'

সামির বলেন, 'আমি নোটিশটা পেয়েছি, প্রায় মাসখানেক হয়েছে। আজকে মাসখানেক হয়েছে। তো আমার তরফ থেকে কিন্তু আমি কিছু বলিনি। আমি যেমন আজকে বলছি, আপনাদের সামনে কথাটা। কিন্তু তাদের তরফ থেকেই বলা হয়েছে যে ৪৬ কোটি টাকার নোটিশ পাঠানো হয়েছে।'