ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার পর স্বাগতিক জিম্বাবুয়েকে হারাল টাইগার যুবারা।
সোমবার (২৮ জুলাই) হারারেতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৮৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ৯১ রানের এই জয়ে ৪ পয়েন্টে এখন তালিকার শীর্ষে আজিজুল হাকিম তামিমের দল।
২৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশকে রীতিমত ভয়ে রেখেছি স্বাগতিকরা। নাথানিয়েল হ্লাবানগানার ফিফটিতে ২ উইকেট হারিয়েই দলীয় সেঞ্চুরি ছুঁয়ে ফেলে রোডেশিয়ানরা। তবে হাফ-সেঞ্চুরির পর বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি হ্লাবানগানা (৫৩)। তাকে ফেরান স্বাধীন ইসলাম।
এরপর একের পর এক উইকেটের দেখা পায় বাংলাদেশ। ১৭০ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। সেখান থেকে মাত্র ১৩ রান তুলতেই ৪২ দশমিক ২ ওভারে গুঁটিয়ে যায় জিম্বাবুয়ে।
মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন বাঁ-হাতি স্পিনার সামিউন বশির। এছাড়া আল ফাহাদ আর আজিজুল হাকিম দুটি করে উইকেট নেন।
এর আগে, ওপেনার জাওয়াদ আবরার ও আবদুল্লাহর জোড়া ফিফটিতে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। ঝোড়ো এক ইনিংস খেলেন জাওয়াদ। ৬৩ বলে ১২ বাউন্ডারি আর এক ছক্কায় ৮২ রান করেন জাওয়াদ। আরেক ওপেনার রিফাত বাগের ব্যাট থেকে ৩৫ বলে ৩১ রান আসে। এছাড়া ৪৯ বলে ৩৪ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
১৭৫ রানে ৩ উইকেট হারানোর পর কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে দায়িত্ব নিয়ে সাবলীল ব্যাটিং নৈপুণ্যে চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছেন উইকেটরক্ষক আবদুল্লাহ। ৬৪ বলে ৪ বাউন্ডারি আর এক ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি।