মাইলস্টোন ও জুলাই শহীদদের পাশে বিসিবি, ম্যাচের টিকিট থেকেই সহায়তা
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার সফরকারীদের হোয়াইটওয়াশ করার সুযোগ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
তবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে এক মানবিক উদ্যোগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি আমাদের জাতীয় আত্মার একটি অংশ। শোক ও স্মরণের মুহূর্তে, আমাদের একটি সম্প্রদায় হিসেবে একসাথে দাঁড়ানো উচিত। সম্প্রতি ঘটে যাওয়া এসব মর্মান্তিক ঘটনার শিকারদের আরোগ্য প্রক্রিয়ায় সামান্য হলেও অবদান রাখতে পেরে বিসিবি গর্বিত ও কৃতজ্ঞ। ভুক্তভোগী পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’
প্রসঙ্গত, গত ২১ জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোনের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হন। মর্মান্তিক এ ঘটনার পরদিন দেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।