বাংলাদেশ–পাকিস্তান টি–টোয়েন্টি কোথায়, কীভাবে দেখবেন
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আগামী রবিবার (২০ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন সন্ধ্যা ৬টায় গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। হোম গ্রাউন্ডে প্রায় ৪ বছর পর দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। এ সময়ে অনেক কিছুই বদলে গেছে।
একই মাঠে ২২ ও ২৪ জুলাই সিরিজের পরের দুটি ম্যাচও গড়াবে। এই সিরিজকে সামনে রেখে গেল কয়েক দিন ধরে প্রস্তুতি সেরেছে দল দুটি। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের।
এবার অনলাইনে টিকিট কেটেই মাঠে বসে সিরিজের ম্যাচগুলো দেখা যাবে। এজন্য সর্বনিম্ন ৩০০ থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা খরচ হবে দর্শকদের। পূর্ব গ্যালারিতে সর্বনিম্ন এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জে সর্বোচ্চ মূল্যে ম্যাচ উপভোগ করতে পারবেন ক্রীড়াপ্রেমীরা।
তবে যারা মাঠে গিয়ে খেলা দেখতে পারছেন না, ঘরে বসে টেলিভিশনের পর্দায় এবং মুঠোফোনের অ্যাপসেও এই লড়াই উপভোগ করতে পারবেন তারা।
কোথায় দেখবেন
দেশের দুটি টেলিভিশন চ্যানেল বাংলাদেশ–পাকিস্তান সিরিজ সরাসরি সম্প্রচার করবে। টি–স্পোর্টস ও নাগরিক টিভিতে সরসারি ম্যাচগুলো দেখানো হবে। এছাড়া লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টি–স্পোর্টস ও ট্যাপম্যাড অ্যাপ থেকেও ম্যাচ উপভোগ করা যাবে।
পাকিস্তানে এ স্পোর্টস এবং টেন স্পোর্টস এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। একই সঙ্গে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘তামাশা’তেও ম্যাচ দেখা যাবে।
এছাড়া উত্তর আমেরিকায় অবস্থানকারী দর্শক উইলো টিভি, আফ্রিকায় সুপারস্পোর্ট এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ক্রিকবাজের মাধ্যমে খেলা দেখা যাবে।