বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ঘিরে দুঃসংবাদ
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের এক বলও মাঠে গড়ায়নি। এরপর গেল মে-জুনে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান থেকে হোয়াইটওয়াশ (৩-০) হয়ে ফিরেছে টাইগাররা। এবার বাংলাদেশের মাটিতে সিরিজ গড়ানোর আগেই নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া।
আজ রবিবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়বে দল দুটি। সেই সময়ই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মানে টস থেকে শুরু করে পুরো ম্যাচেই বাধা হয়ে দাঁড়াতে পারে বেরসিক বৃষ্টি।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়া বিষয়ক সাইট ‘অ্যাকুওয়েদার’-এর তথ্য অনুযায়ী, আজ ঢাকায় প্রায় সারাদিনই মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুপুর ১২টা, বিকেল ৪টা ও ৫টার দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা স্পষ্টভাবে উল্লেখ করেছে পূর্বাভাস।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাব বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পড়তে পারে। তবে ম্যাচ পুরোপুরি পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা কম। কারণ, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা বর্তমানে অনেক উন্নত। ফলে বৃষ্টির পরও দ্রুত মাঠ খেলার উপযোগী হয়ে উঠতে পারে। তবে, সন্ধ্যায়ও যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, সে ক্ষেত্রে হতাশ হয়েই মাঠ ছাড়তে হতে পারে দর্শক ও সমর্থকদের।