১৭ জুলাই ২০২৫, ১৭:০৪

চমক রেখে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বিসিবির

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   © সংগৃহীত

বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামী ২০ জুলাই শুরু হচ্ছে। এই সিরিজের জন্য বৃহস্পতিবার (১৭ জুলাই) ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে এই সিরিজের দলে কোনো পরিবর্তন আসেনি। এর অন্যতম কারণ লঙ্কানদের বিপক্ষে সবশেষ দুই ম্যাচের পারফরম্যান্স। প্রথমবারের মত শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা।

এদিকে শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের ব্যাটিংয়ে উন্নতি দেখা গেছে। বিশেষ করে, টপ-অর্ডারের ব্যাটাররা রানখরা কাটিয়েছেন। দুই ওপেনারই রানের ছোঁয়া পেয়েছেন। টাইগার দলপতিও ব্যর্থতার বৃত্ত ভেঙেছেন। এছাড়া বোলাররাও দারুণ পারফর্ম করেছেন।

উল্লেখ্য, আগামী ২০, ২২ ও ২৪ জুলাই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।