১৩ জুলাই ২০২৫, ২০:৩৬

হৃদয়ের পর ফিরলেন মিরাজও, বিপদে বাংলাদেশ

তাওহীদ হৃদয়   © সংগৃহীত

লিটন-হৃদয়ের জুটিতে আশা দেখতে শুরু করছিল বাংলাদেশ। জুটির ফিফটি পেরিয়েও গিয়েছিল। কিন্তু দলীয় ৭৬ রানে হৃদয়ের বিদায়ে ভাঙে এই জুটি। বিনুরা ফার্নান্দোর বলে কুশল পেরেরার হাতে ক্যাচ দিয়ে ২৫ বলে ৩১ রান করে ফেরেন মিডল-অর্ডার এই ব্যাটার।

এরপর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজও দুই বল পরই আউট হয়ে গেছেন। মাত্র ১ রান করেছেন এই অলরাউন্ডার। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৮০ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে লিটনের সঙ্গী শামীম।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে থুসারার বলে বোল্ড হন পারভেজ হোসেন ইমন। তিন বল মোকাবিলায়ও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার।

পরের ওভারেই আরেক ওপেনার তানজিদকে হারায় সফরকারীরা। ফার্নান্দোর বলে পেরেরার তালুবন্দি হয়ে ৮ বলে ৫ রান করে ফেরেন তিনি।