০৮ জুলাই ২০২৫, ২০:১৯

শান্তর ডাক, শুরুতেই বিপদে বাংলাদেশ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ   © সংগৃহীত

রেকর্ড লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। ৬ বলের মধ্যেই প্যাভিলিয়নে ফিরেছেন ওপেনার তানজিদ তামিম এবং তিনে নামা নাজমুল শান্ত। 

ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ফেরেন তামিম। দুর্দান্ত এক ইয়র্কারে এই ওপেনারের (১৩ বলে ১৭) স্ট্যাম্প গুঁড়িয়ে দেন আসিথা ফার্নান্দো।

তিনে নেমে পুরোপুরি ব্যর্থ শান্ত-ও। ডাক খেয়ে বিপদ আরও বাড়ান টপ-অর্ডার এই ব্যাটার। দুশমন্ত চামিরার বলে স্ট্যাম্প বাঁচাতে পারেননি তিনি। তার বিদায়ে ২০ রান তুলতেই দুই উইকেট হারায় বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভার শেষে ২ উইকেটে ৪৭। ইমন ২১ এবং হৃদয় ৫ রানে ক্রিজে আছেন।

এর আগে, পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে কুশল মেন্ডিসের সেঞ্চুরি এবং চারিথ আসালাঙ্কার ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ পায় শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি এখন ১-১ সমতায়। ফলে, আজকের ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।