০৮ জুলাই ২০২৫, ১৭:৫৯

পেসারদের দৌড়ে শীর্ষে তাসকিন, পেছনে রাবাদা-সিরাজ

তাসকিন আহমেদ  © ফাইল ফটো

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দল জিততে না পারলেও দুর্দান্ত বোলিং করেছিলেন তাসকিন আহমেদ। ১০ ওভার বল করে ২ মেডেনসহ ৪৭ রানে নিয়েছিলেন ৪ উইকেট। আজ সিরিজের শেষ ওয়ানডে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার বল করে উইকেটশূন্য থাকলেও রান দেওয়ায় ছিলেন মিতব্যয়ী; দিয়েছেন ২৫টি রান।

চোট-আঘাত মাঝে মধ্যে তাঁর ছন্দে ব্যাঘাত ঘটালেও, বদলে যাওয়া তাসকিনের বোলিংয়ের ধারাবাহিকতা থেমে নেই। আন্তর্জাতিক মঞ্চে তাঁর গতিময় নিয়ন্ত্রিত বোলিং বাংলাদেশের পেস আক্রমণের ভরসার নাম।

পরিসংখ্যান দেখাচ্ছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে কমপক্ষে ১৫০ ওভার বল করেছেন, এমন পেসারদের তালিকায় ইকোনমি রেটের দিক দিয়ে সবার ওপরে তাসকিন আহমেদ। আজকের ম্যাচটিকে হিসেবের বাইরে রেখে ২৭ ইনিংসে ৪.৮৭ ইকোনমিতে নিয়েছেন ৪৬ উইকেট।

এই সময়ে তাসকিনের চেয়ে ম্যাট হেনরি ৩টি উইকেট বেশি নিলেও তাঁর ইকোনমি তাসকিনের চেয়ে বেশি—৫.১৫। কাগিসো রাবাদা ৫.৩২ ইকোনমিতে নিয়েছেন ৩৩ উইকেট। আর হ্যাজলউড ও সিরাজ ৩০ ও ৪৭ উইকেট নিলেও তাদের ইকোনমি আরও বেশি—৫.৩৮ ও ৫.৪১।