০৮ জুলাই ২০২৫, ১৬:১৫

তামিমের সঙ্গে ‘বন্ধুত্ব’ নিয়ে যা বললেন সাকিব

সাকিব-তামিম   © সংগৃহীত

বাংলাদেশে ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার বন্ধুত্বের ভাঙন ধরেছিল বছর দুয়েক আগেই। তবুও সে সময়ে একসঙ্গে জাতীয় দলে খেলে যাচ্ছিলেন দু'জন। তবে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভিতরের খবর প্রকাশ করলে ক্রমশ বেড়ে যায় সেই দূরত্ব, কথা বলাও প্রায় বন্ধ করেন তারা। নানান সময়ে তাদের আচরণ কিংবা বক্তব্য, আর দলে একে অপরের প্রতি অবস্থান—সবই কালের বিবর্তনে ভারত-পাকিস্তানের মধ্যকার পরিস্থিতির মতই রূপ নেয়। 

সাকিব আল হাসানকে দেশের ক্রীড়াঙ্গনের পোস্টারবয় বলা হয়। মাঠে বাইরে নানা বিতর্কে জড়ালেও ব্যাটে-বলে পারফরম্যান্স করে অনন্য এক ক্যারিয়ার গড়েছেন তিনি। সতীর্থ তামিম ইকবালও বাংলাদেশের ইতিহাসে তাকে সেরা ক্রীড়াবিদ হিসেবেই দেখেন। নানান সময়ে অকপটে বিষয়টি স্বীকার করেছেন দেশসেরা এই ওপেনার। তবে সাম্প্রতিক সময়ে এক অনুষ্ঠানে তামিমকে ‘বেস্ট ফ্রেন্ড’ না বললেও ‘ভালো বন্ধু’ বলে স্বীকার করেছেন সাকিব।

যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে তামিমের সঙ্গে সম্পর্কে নিয়ে সাকিবের ভাষ্য, ‘অনূর্ধ্ব-১৯ থেকে আমি তামিম আর মুশফিক ভাইর সঙ্গেও খেলেছি। আমরা ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি, অনেক ঘনিষ্ঠ। সেদিক থেকে আমি বলবো আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসঙ্গে কাটিয়েছি। তারাও আমার ভালো বন্ধু।’

তবে ‘বেস্ট ফ্রেন্ড’ বলতে কিছু নেই বলেও মনে করেন সাকিব। সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি উপলব্ধি করার কথাও জানিয়েছেন তিনি। সাকিবের মতে, ‘কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন। ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে, কিন্তু ক্রিকেটের বাইরে বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে, যাদের বিশ্বাস করতে পারি। এই বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন, সেই আপনার বেস্ট ফ্রেন্ড।’

অবশ্য একই অনুষ্ঠানে নিজের দ্বিতীয় ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে রুবেলের নাম জানিয়েছেন সাকিব। সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের দাবি, ‘তাদের সবার সঙ্গেই আমার সম্পর্ক খুব ভালো। তবে আমি সম্ভবত রুবেল হোসেনের নাম বলবো। আমাদের দারুণ সময় কেটেছে। ক্রিকেটের বাইরে আমি, রুবেল, তাসকিন-আমরা অনেক মজা করে সময় পার করেছি। আমি রুবেলের কথা বলবো, তাসকিনও আছে।’

এদিকে কিছুদিন আগেই সাকিবকে দেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ উল্লেখ করেছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানিয়েছিলেন, ‘সাকিবের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ইতিবাচক ছিল। অনেকেই বলে আমরা দুজন তারকা, তাই দ্বন্দ্ব হয়েছে। আমি সেটা মনে করি না। এটা তো তখনই হতো যদি আমি নিজেকে সেরা দাবি করতাম। বরং আমি তো বলছি, সাকিবই বাংলাদেশের সেরা।’    

তামিম এ-ও বলেছিলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিভ্রান্তিকর জিনিস দেখা যায়, তা নোংরামি। বাস্তবে সাকিব ও তামিম একে অপরের প্রতি সম্মান রেখেই চলেন। খেলোয়াড় সাকিব আমার কাছে অনেক বড়। অন্য কোনও মতামত দেওয়ারও প্রয়োজন নেই, নেওয়ারও দরকার নেই।’