০২ জুলাই ২০২৫, ১৪:৩৮

২০ বছর পর ‘নতুন’ বাংলাদেশ, পারভেজ-তানভীরের অভিষেক

বাংলাদেশ দল   © সংগৃহীত

নতুন শুরুর আশা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি সফরকারীদের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিতা আসালঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচ দিয়ে পারভেজ ও তানভীরের ওয়ানডে অভিষেক হচ্ছে। এছাড়া তিন পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। 

এ পর্যন্ত ৬ টি–টোয়েন্টিতে ৮ ইকোনমিতে ৪ উইকেট রয়েছে তানভীরের। অন্যদিকে বাংলাদেশের হয়ে ১২ টি–টোয়েন্টি খেলেছেন ইমন। ১৪০ স্ট্রাইকরেটে ২২ দশমিক ১৬ গড়ে ২০০ রান করেছেন তিনি। একটি করে সেঞ্চুরি ও ফিফটি-ও আছে।

বাংলাদেশের মত শ্রীলঙ্কা দলও তিন পেসার খেলাবে। পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের ওয়ানডে অভিষেক হচ্ছে।

এদিকে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে বহুল উচ্চারিত পাঁচ তারকা—মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ—এই পঞ্চপাণ্ডব ছাড়া দীর্ঘ ২০ বছর পর ওয়ানডে ম্যাচ দেখতে হচ্ছে।

এর মধ্যে গত দুই দশকে বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াডে এই পাঁচজনের কেউ না কেউ সবসময়ই ছিলেন। শেষবার ২০০৫ সালে পঞ্চপাণ্ডবহীন একটি ওয়ানডে ম্যাচ হয়েছিল, আর মজার ব্যাপার হলো—সেই ম্যাচটিও হয়েছিল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামেই।

দুই দশক পর আবারও প্রেমাদাসার মাটিতে, এবার একেবারে নতুন নেতৃত্বে মাঠে নামল বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে এই নতুন যুগের সূচনা ঘটল, যেখানে পঞ্চপাণ্ডবের কেউই নেই।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুস্কা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিত আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্ডো।