সৌম্যর না থাকা এবং নাঈমের ফেরা নিয়ে যে ব্যাখ্যা প্রধান নির্বাচকের
শ্রীলঙ্কার সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করেছে বাংলাদেশ। এবার সিরিজের দ্বিতীয় ও শেষটিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দল দুটি।
এদিকে টেস্ট ম্যাচ শেষেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এর আগে, সোমবার (২৩ জুন) হোম অব ক্রিকেট মিরপুরে আসন্ন একদিনের এই সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
ঘোষিত দলে প্রায় ২ বছর পর ডাক পেয়েছেন নাঈম শেখ। তার ফেরায় সৌম্য সরকার স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন। এছাড়া ইনজুরি কাটিয়ে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা দলে ফিরেছেন । দীর্ঘদিন পর নাঈমের ফেরা নিয়ে সংবাদ সম্মেলনে ব্যাখা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
তার ভাষ্যমতে, 'দল নির্বাচনের আগে এই মুহূর্তে আমরা নির্বাচকরা একটা বেস্ট পসিবল কম্বিনেশন এর কথা ভাবি। সেটা ভাবার সময় ওপেনারের জায়গা তো একটা স্পেশালিস্ট জায়গা। তখন একজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করতে হয়। দলে তো ওপেনার তিনজন আপনার সাধারণত থাকে। সেই আলোকে আমাদের যখন চিন্তা করতে হয়েছে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং অ্যাভেইলেবল আছে সেই আলোকেই নাঈম শেখ এসছে দলে।’
নাঈম অবশ্য নিজেকে প্রমাণ করেই জাতীয় দলের দরজায় নক করেছেন। গেল এপ্রিলে সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১ ম্যাচে ৬১৮ রান করেছিলেন তিনি; যা এবারের আসরে তৃতীয় সর্বোচ্চ এবং এর আগে বিপিএলে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।
সৌম্যর না থাকা নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘সৌম্য সরকার অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ১০ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সাম্প্রতিক ক্রিকেটে যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন। এবং বড় ক্যানভাসের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন। তাকে আরো এক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে যোগ্যতার আলোকে।’