আরও এক আন্তর্জাতিক লিগ মাতাতে যাচ্ছেন সাকিব
জাতীয় দলের বাইরে থাকা সত্বেও থেমে নেই বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে রাজনীতি ও বোলিং নিষেধাজ্ঞার কারণে বেশ কিছু বিতর্কের মধ্যে কাটিয়েছেন তিনি। তবে এসব ঝড় কাটিয়ে এবার নিয়মিত ফিরছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। নতুন করে যুক্ত হল আরও একটি টুর্নামেন্ট—ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য ম্যাক্স সিক্সটি টি-টেন ক্রিকেট লিগের দ্বিতীয় আসর।
ম্যাক্স সিক্সটির দ্বিতীয় আসরে অংশগ্রহণ করবেন সাকিব। টুর্নামেন্টে তার খেলার বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছে লিগের কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে। তবে সাকিব কোন দলের হয়ে খেলবেন, সে বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি।
এই লিগে সাকিবের সঙ্গে খেলবেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, ইংল্যান্ডের ডেভিড মালান ও অ্যালেক্স হেলস, ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স এবং শ্রীলঙ্কার থিসারা পেরেরা মতো অভিজ্ঞ তারকারা। এর আগে, সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) দলের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।
উল্লেখ্য, গত বছর কাউন্টি ক্রিকেটে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল এবং পরে নিষেধাজ্ঞা পড়েন। তখন জাতীয় দল থেকে দূরে থাকতে হয়েছিল তাকে। পরে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার বোলিং অ্যাকশন সংশোধন করে ফিরে আসেন।
ম্যাক্স সিক্সটি লিগের দ্বিতীয় আসর ১৬ জুলাই কেম্যান আইল্যান্ডে শুরু হবে এবং এক সপ্তাহ চলবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জুলাই। লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স।