প্রয়োজনে ক্রিকেট বোর্ডে আসব না, তবু হাত মেলাব না: তামিম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান বলেছেন, "আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, তাহলে সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের কল্যাণের জন্যই আসব। প্রয়োজনে ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না।"
শুক্রবার (৬ জুন) বেলা ৩টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।
তামিম লেখেন, "আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না! যারা আমার পেছনে লেগে আছেন, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন, আমাকে ‘হাত’ করার জন্য যেসব চেষ্টা চলছে—তাদের উদ্দেশে বলছি, আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না।"
ভক্ত-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "যারা আমার অনুসারী, ভক্ত এবং বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী, তাদের উদ্দেশ্যে বলছি—একজন ব্যক্তির ব্যক্তিগত ধারণা আর তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ থাকার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। একজন ব্যক্তি তদন্ত কমিটিতে তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। এটি তার একান্ত বিষয়। তিনি অতীতেও একটি টেলিভিশন চ্যানেলে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন, বিভিন্ন সময়ে নানা মন্তব্য করেছেন। কিন্তু আমি কখনোই প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি।"
তিনি আরও যোগ করেন, "তদন্ত কমিটির রিপোর্টে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা হয়নি এবং তথ্য ফাঁস সংক্রান্ত বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসাও করা হয়নি। আমি তখন তো দলের সঙ্গেই ছিলাম না! তদন্ত কমিটির কাছে যদি আমার সম্পৃক্ততার সন্দেহ থাকত, নিশ্চয়ই অন্তত একবার হলেও তারা আমাকে সে প্রসঙ্গে প্রশ্ন করতেন।"
তামিম বলেন, "একজন ব্যক্তির ব্যক্তিগত মন্তব্য আর একটি তদন্ত কমিটির দায়িত্বশীল অভিযোগের মধ্যে যে বড় ধরনের পার্থক্য রয়েছে, আশা করি সবাই তা বুঝতে পারবেন। যাঁরা এই বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্য স্পষ্ট। আমি আবারও বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের দলে টানতে পারবেন না। আমি কখনোই হাত মেলাব না।"