০১ জুন ২০২৫, ২১:২৬

খালেদের টি–টোয়েন্টি অভিষেক, রাঙাতে পারবেন কি

খালেদ আহমেদ  © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া। এবার সামনে শুধু হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কঠিন চ্যালেঞ্জে লিটন দাসের দল।

চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার শরীফুল ইসলাম। তার জায়গায় আজ দলে এসেছেন খালেদ আহমেদ, যার টি–টোয়েন্টি ফরম্যাটে এটি অভিষেক ম্যাচ। ৯২তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলো ৩২ বছর বয়সী এই পেসারের। খালেদকে ক্যাপ পরিয়ে দেন জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল।

বাংলাদেশ একাদশে এটি একমাত্র পরিবর্তন। আগের মতোই দল সাজানো হয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।

পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়ার পর টানা ষষ্ঠবারের মতো টস হারলেন অধিনায়ক লিটন কুমার দাস। এবারও টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। তিনি জানিয়েছেন, আগের দুই ম্যাচে রান তাড়ার সুযোগ না থাকায় এবার সেই পরীক্ষাই নিতে চান।

প্রথম ম্যাচের পর লিটন বলেছিলেন, তিন বিভাগেই বাজে খেলেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পারফরম্যান্স আরও হতাশাজনক ছিল। এখন তৃতীয় ম্যাচে সম্মান রক্ষার লড়াই।

আজকের জয় পাকিস্তানের জন্য ঐতিহাসিক হতে পারে। কারণ সর্বশেষ ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল দলটি। এরপর ১১টি সিরিজে তারা একবারও প্রতিপক্ষকে পুরোপুরি হারাতে পারেনি।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।