বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, জেনে নিন সময়সূচি
বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে ভালো এখন। পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে। এই সিরিজ শেষ হতে না হতেই ধারণা পাওয়া গেল বাংলাদেশ-পাকিস্তানের পরবর্তী সিরিজের সময়সূচির ব্যাপারে।
আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না হলেও বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দল কবে সফর করবে, সিরিজের সময়সূচি নিয়ে ধারণা পাওয়া গেছে পাকিস্তানের ‘জিও সুপার’ গণমাধ্যমে। পাকিস্তানি গণমাধ্যমটির আজকের প্রতিবেদন অনুযায়ী, ১৮ জুলাই ঢাকায় আসার কথা পাকিস্তানি ক্রিকেট দলের। সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খসড়া সূচি তৈরি করে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে। ২০, ২২ ও ২৪ জুলাই হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়ার কথা বলে পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
আরও পড়ুন: ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন বিসিবি সভাপতি
জানা গেছে, দ্বিপাক্ষিক সিরিজের মূল লক্ষ্য ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল গুছিয়ে নেয়া। দু’দেশের বোর্ড প্রধানদের বৈঠকে চূড়ান্ত হয়েছে এই সূচি, যেখানে দুই দলই এই সিরিজকে বড় মঞ্চের প্রস্তুতি হিসেবেই দেখছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের বৈঠকে। বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জ সফরে যাবে পাকিস্তান দল।