২৫ মে ২০২৫, ২২:০৪

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান   © সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দুটি ভিন্ন গ্রুপে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি পাকিস্তানে পৌঁছান ক্রিকেটাররা। এর আগে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা।

এদিকে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে লাল-সবুজেরা। পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সম্প্রতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচে খেলাকালীন বাঁ-হাতের আঙুলে চোট পান তিনি। তার বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার ধরা পড়েছে, ফলে আগামী দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এ প্রসঙ্গে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিবা বলেন, আইপিএলের শেষ ম্যাচে খেলতে গিয়ে মোস্তাফিজ বাঁহাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচারের শিকার হন। এই ধরনের চোটে বিশ্রাম ও পুনর্বাসন অত্যন্ত জরুরি। আমাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, তাকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। দুই সপ্তাহ পর পুনরায় তার অবস্থার মূল্যায়ন করা হবে।

এই চোটের কারণে পাকিস্তান সফরের দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোস্তাফিজুর রহমানের পরিবর্তে স্কোয়াডে ডানহাতি পেসার খালেদ আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, পাকিস্তান সফর থেকে নিজেদের সরিয়ে নেন পেসার নাহিদ রানা, ফিল্ডিং কোচ জেমস পামমেন্ট এবং ট্রেনার নাথান কেইলি। পিঠের ইনজুরির কারণে পাকিস্তান সফর থেকে ছিটকে যান ব্যাটার সৌম্য সরকার। 

এদিকে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল শেষে দলের সঙ্গে যোগ দেবেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। রাতে পিএসএলের ফাইনালে কুয়েটা গ্লাডিয়েটর্সের মুখোমুখি হয়েছে মিরাজ-রিশাদের লাহোর কালান্দার্স। ফাইনাল ম্যাচটিও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি যথাক্রমে ২৮ ও ৩০ মে এবং পহেলা জুন হবে। সিরিজের সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। 

সূচি অনুযায়ী, সিরিজ শুরুর আগে ২৬ ও ২৭ মে লাহোরে অনুশীলন করবে বাংলাদেশ।