ফাইনালে লাহোরের একাদশে রিশাদ, নেই সাকিব
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে তিন বাংলাদেশি ক্রিকেটার খেলছেন। তবে চলতি আসরে এই তিন তারকাকে একসঙ্গে আর দেখা হলো না। পিএসএলের ফাইনালে রিশাদ হোসেন থাকলেও একাদশে নেই সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
রোববার (২৫ মে) কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে একমাত্র বাংলাদেশি হিসেবে রিশাদ লাহোরের একাদশে জায়গা পেয়েছেন। শিরোপা জয়ের মিশনে টস হেরে শুরুতে ফিল্ডিং করবে লাহোর। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে বল হাতে কিছুটা দাপট দেখালেও ব্যাট হাতে আস্থার নাম হয়ে ওঠতে পারেননি সাকিব। এজন্য ফাইনালে তার পরিবর্তে সিকান্দার রাজাকে একাদশে রেখেছে লাহোর। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই পাকিস্তানের বিমান ধরে লাহোরের ক্যাম্পে যোগ দেন তিনি। অন্যদিকে লাহোরে যোগ দিলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি মিরাজ।
লাহোরের একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, কুশল পেরেরা, ভানুকা রাজাপক্ষে, আসিফ আলী, সিকান্দার রাজা, শাহিন শাহ আফ্রিদি, রিশাদ হোসেন, সালমান মির্জা ও হারিস রউফ।
কোয়েটার একাদশ: সৌদ শাকিল, আবরার আহমেদ, হাসান নওয়াজ, দিনেশ চান্ডিমাল, আভিস্কা ফার্নান্দো, রাইলি রুশো, মোহাম্মদ আমির, খুররাম শাহজাদ, ফাহিম আশরাফ, উসমান তারেক, ফিন অ্যালেন।