মোস্তাফিজ নিলেন ৩ উইকেট, ভাঙলেন সাকিবের রেকর্ড
মোস্তাফিজুর রহমানের করা ইনিংসের শেষ বলটি ঠিকঠাক ব্যাটে নিতে পারেননি মার্কাস স্টয়নিস। বল ওপরে উঠায় ক্যাচ নেওয়ার জন্য দ্য ফিজসহ দু'জন দৌড়েছিলেন। কিন্তু মুখোমুখি বেঁধে যাওয়ার শঙ্কায় কেউ আর শেষ চেষ্টা করেননি। একটু সামনেই ফাঁকায় পড়ে বলটি।
এই ক্যাচটি কেউ একজন নিতে পারলে আইপিএলে কাটার-মাষ্টারের উইকেটসংখ্যা আরও একটি বাড়ত। তবে সেটি না হলেও পাঞ্জাব কিংসের বিপক্ষে স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছেন বাংলাদেশি এই পেসার। ৪ ওভারে ৩৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। এর মধ্যে দুটিই আবার ডেথ ওভারে।
এদিকে জয়পুরের মানসিং স্টেডিয়ামে ৩ উইকেট নেওয়ার পথে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন দ্য ফিজ। ৯ মৌসুম আইপিএলে খেলে ৭০ ইনিংসে ৬৩ উইকেট নিয়েছিলেন সাকিব, যা এতদিন বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছিল। আজ পাঞ্জাবের বিপক্ষে ৬২ উইকেট নিয়ে মাঠে নেমেছিলেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারে প্রিয়াংশ আর্যকে স্টাবসের হাতে ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফিরিয়ে সাকিবের পাশে বসেন ‘দ্য ফিজ’।
এরপর ইনিংসের ১৬তম ওভারে মোস্তাফিজের বলে সেই স্টাবসের মুঠোবন্দি হয়ে সাজঘরে ফেরেন শশাঙ্ক সিং। এতে সাকিবকে ছাড়িয়ে আইপিএলে লাল-সবুজের প্রতিনিধিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক বনে যান তিনি। এরপর উইকেটের পেছনে সেই স্টাবসের ক্যাচ বানিয়েই মার্কো ইয়ানসেনকে ফেরান মোস্তাফিজ। সব মিলিয়ে আইপিএলে ৬০ ইনিংসে ৬৫ উইকেট কাটারমাষ্টার। আর শেষবেলায় দিল্লিতে যোগ দেওয়া এই পেসার ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন।
দ্য ফিজের রেকর্ডের ম্যাচে ৮ উইকেটে ২০৬ রান করেছে পাঞ্জাব কিংস। জবাবে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে গেছে দিল্লি। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে থেকে এবারের আইপিএল শেষ করল মোস্তাফিজের দল।