২২ মে ২০২৫, ১৩:৫৮

লাহোরের জার্সিতে মাঠে নামতে 'এক্সাইটেড' মিরাজ

মেহেদী মিরাজ   © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ মাঠে নামার অপেক্ষায় মেহেদী হাসান মিরাজ। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটে-বলে রাজত্ব করেছিলেন তিনি। তবুও জাতীয় দলের জার্সিতে এই ফরম্যাটে ফেরা হয়ে ওঠেনি তার।

এবার পিএসএলের প্লে-অফের জন্য টাইগার এই অলরাউন্ডারকে উড়িয়ে নিয়েছে লাহোর। মাঠে নামার আগে দলটির আতিথেয়তায় মুগ্ধ মিরাজ।

দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনও করেছেন তিনি। এই টুর্নামেন্টে অভিষেকের আগে নিজের প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, 'কালান্দার্স দলকে নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমিও এখন এই দলের অংশ। তারা আমাকে সুযোগ দিয়েছে। আমি সবসময় ভালো জায়গায় বল করার চেষ্টা করি। তাহলে, ব্যাটার চ্যালেঞ্জের মুখে পড়বে। টি-টোয়েন্টি ক্রিকেট হলো বাউন্ডারির খেলা। আমি যত বেশি সম্ভব বাউন্ডারি মারার চেষ্টা করি।'

লাহোরের আবহাওয়া নিয়ে মিরাজ বলেন, ‘এখানে একটু গরম। তবে আমি উপভোগ করছি।’ 

এদিকে স্বল্প সময়ের মধ্যে মিরাজকে চেয়ে পেয়ে যাওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের মালিক সামিন রানা।