মধ্যাহ্নভোজের আগে মিরপুরে বৃষ্টির দাপট
হোম অব ক্রিকেটে সকালে ভেজা মাঠ, কিছুক্ষণ পরই বৃষ্টি। বেরসিক বৃষ্টির দাপটে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত আর মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। লাঞ্চের পরও খেলা থমকে গিয়েছিল। এবারের কারণ বাজে আউট-ফিল্ড।
তবে স্বস্তি খবর, মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড 'এ' দলের মধ্যকার চারদিনের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২৪৫ রান বাংলাদেশের। দলীয় স্কোরশিট সচল রেখেছেন অমিত হাসান (২৯) ও মাহিদুল ইসলাম অঙ্কন (৭)।
এর আগে, বুধবার বিকেলেও বেরসিক বৃষ্টি হানা দিয়েছিল। খেলার বন্ধ হওয়ার আগে জোড়া ফিফটিতে দুই শ' ছাড়িয়েছিল বাংলাদেশের সংগ্রহ। দুই ওপেনারের ব্যাটে ভর করে দারুণ সূচনা পেয়েছিল বাংলাদেশ। কোন উইকেট না খুইয়েই ১৩০ রান জড়ো করে ফেলে নুরুল হাসান সোহানের দল।
তবে ৯৭ বলে ৪৮ রান করে বিজয় ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। অন্যপ্রান্তে সাইফ হাসানকে নিয়ে সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই হাঁটছিলেন নাঈম, তবে ডিন ফক্সক্রফটের দুর্দান্ত এক ক্যাচ থামে তার ইনিংস। ১০ চার ও ২ ছক্কায় ৯৪ বল মোকাবিলায় ৮২ রানে থামেন এই ওপেনার।
প্রথম দিনে আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। তিনে নেমে সাইফ হাসান খেলেন ৫১ রানের ইনিংস। সাইফের পর ফেরেন চারে নামা জাকির হাসান (১৯)। এরপর দলের হাল ধরেন অমিত ও অঙ্কন। এরপর থেকেই বৃষ্টি ও আবহাওয়ার বাগড়া।
কিউইদের হয়ে একটি করে উইকেট নেন জায়ডেন লেনকস ও ম্যাথু বোয়েল। দুই ব্যাটারকে সাজঘরে ফেরান জাকারি।