দিল্লির হারের দিনেও বল হাতে উজ্জ্বল মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রত্যাবর্তন ম্যাচে বল হাতে খুব একটা খারাপ করেননি মোস্তাফিজুর রহমান। গুজরাট টাইটানসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩ ওভারে ২৪ রান দিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে কোনো উইকেটের দেখা পাননি কাটার মাষ্টার।
অবশ্য দলের কেউই বহুল কাঙ্ক্ষিত উইকেটের দেখা পাননি। দিল্লির ১৯৯ রান কোনো উইকেট না খুইয়েই ৬ বল হাতে রেখে পেরিয়ে গেছে গুজরাট। দারুণ এই জয়ে প্লে-অফে খেলাও নিশ্চিত করেছে শুভমান গিলের দল। তবে শুধু গিলরাই নয়, তাদের এই জয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের প্লে-অফ খেলাও নিশ্চিত হয়েছে।
ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে ওপেনার লোকেশ রাহুলের সেঞ্চুরির সুবাদে ৩ উইকেটে ১৯৯ রান তুলে দিল্লি। ৬৫ বলে অপরাজিত ১১২ রান করেন রাহুল। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তার সপ্তম সেঞ্চুরি। অন্য ব্যাটারদের মধ্যে কেউই ৩০ রানের বেশি করতে পারেননি।
জবাবে গুজরাটের ওপেনার সাই সুদর্শন ৬১ বলে ১০৮ ও শুভমান গিল ৫৩ বলে ৯৩ রান করে অপরাজিত ছিলেন। ৪ ছক্কায় স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংস খেলেন সুদর্শন। অন্যপ্রান্তে ৭টি ছক্কা হাঁকিয়েছেন গুজরাট অধিনায়ক।
৩ ওভারে গুজরাট ৪৩ রান তুলে ফেলার পর আক্রমণে আসেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারে ৬ রান খরচার পরের ওভারে ৭ রান দেন বাঁহাতি এই পেসার। ২ ওভারে ১৩ রান দেওয়া কাটার মাষ্টার ১৬তম ওভারে ফের আক্রমণে এসেছিলেন। গুজরাটের স্কোর তখন ১৫ ওভার শেষে ১৫৪/০। এই ওভারে টানা দুই বাউন্ডারি হজম করে ১১ রান দেন মোস্তাফিজ ।