৬ মাস পর ফিরে যা বললেন সাকিব
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে দল পেয়েছেন সাকিব আল হাসান। বুধবার হঠাৎ করেই এই অলরাউন্ডারের লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পাওয়ায় বিষয়টি সামনে আসে।
এরপর গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, পিএসএলের বাকি অংশে খেলবেন সাকিব। মূলত কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে লাহোরে খেলবেন সাবেক টাইগার দলপতি।
এদিকে ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছেন সাকিব। দলের সঙ্গেও যোগ দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এর মধ্য দিয়ে প্রায় ৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে লাহোর কালান্দার্সের পোস্টে এক ভিডিওতে সাকিব বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি, আগামীকাল ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।’
এর আগে এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটির টিম ডিরেক্টর সামিন রানা বলেন, 'আমি সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন—বিশেষত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে।'
তিনি আরও বলেন, 'তার উপস্থিতি আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াবে। আমি আত্মবিশ্বাসী যে সাকিবের যোগ দেওয়া মাঠের ভেতরে ও বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে।'
পিএসএলে এখন পর্যন্ত মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ১৬ দশমিক ৩৬ গড় এবং ১০৭ দশমিক ১৪ স্ট্রাইক রেটে ১৮১ রান করেছেন তিনি। এছাড়া ৭ দশমিক ৩৯ ইকোনোমিতে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
২০১৬ মৌসুমে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক ম্যাচে ৩৫ বলে ৫১ রানের পাশাপাশি এক উইকেট শিকার করেছিলেন সাকিব। পরে পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার। তবে ইনজুরি ও অন্যান্য কারণে সব মৌসুমে নিয়মিত অংশ নিতে পারেননি তিনি।
এর আগে, ভারত-পাকিস্তানের মধ্যকার বিরাজমান পরিস্থিতিতে স্থগিত হয়েছিল পিএসএল। তবে আজ (১৭ মে) থেকে ফের মাঠে গড়াচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। বিদেশি ক্রিকেটারদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়ছেন। ঝুঁকির কথা ভেবে পাকিস্তানেও যাচ্ছেন না কেউ কেউ। যে কারণে বিদেশি ক্রিকেটারদের খরা পড়েছে পিএসএলে।