১৪ মে ২০২৫, ১৮:২৭

রেকর্ড ৬ কোটি রুপিতে দিল্লির হয়ে আইপিএল খেলবেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান  © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরের নিলামে অবিক্রিত ছিলেন মোস্তাফিজ। তবে ভারত–পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনায় আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে তারা। এর আগেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এই টুর্নামেন্টে খেলেছেন তিনি।

এদিকে আইপিএলের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানানো হয়, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

আইপিএলে ডাক পাওয়া দ্য ফিজই এখন লাল-সবুজের প্রতিনিধিদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার। এর আগে, ২০১৯ সালে মাশরাফী বিন মোর্ত্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সে সময়ের বাজারদরে তা ৪ কোটি টাকার কাছাকাছি ছিল।

আইপিএলে এখন পর্যন্ত ৭টি মৌসুমে খেলেছেন মুস্তাফিজ। সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসে ছিলেন। সেবার ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন বাঁহাতি এই পেসার।

এর আগে, ২০১৬ সালে অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল দ্য ফিজের। ৬ দশমিক ৯০ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়েছিলেন। আইপিএল ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন তিনি।

আগামী ১৭ মে ফের শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। ১৮ মে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কাটার-মাস্টারের দিল্লি।