‘আমরা প্রস্তুত’, পাকিস্তান সিরিজ নিয়ে বাংলাদেশ কোচ
চলতি মাসেই ওয়ানডে সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। তবে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলতে রাজি হয় দুটি দলই। চলতি মাসেই ৫ ম্যাচের এই সিরিজ খেলতে দ্য গ্রিন ম্যানদের মাটিতে পাড়ি জমানোর কথা ছিল বাংলাদেশের।
তবে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতিতে এই সিরিজ আয়োজন নিয়ে নানান শঙ্কা দেখা দিয়েছিল। যদিও গতকাল বিকেলে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশ দুটি। ফলে, পাকিস্তান সিরিজ নিয়ে নতুন করে আশার স্বপ্ন বুনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ নিয়ে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন, তারা প্রস্তুত।
এদিকে পাকিস্তানের মুখোমুখি হবার আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে শান্ত বাহিনী। আসন্ন সিরিজ দুটিকে সামনে রেখে মিরপুরে বেশ কয়েকদিন ধরেই চলছে জাতীয় দলের অনুশীলন। রোববার (১১ মে) অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন।
সেখানে সালাউদ্দিন বলেন, ‘দেখুন—এটা তো আমাদের উপর না, বোর্ড সিদ্ধান্ত নেবে। দুটা বোর্ড মিলেই সিদ্ধান্ত নেবে, সিরিজটা হবে কী হবে না। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। যেহেতু আমাদের সামনে এশিয়া কাপ-বিশ্বকাপ আছে, সেটার উপর ভিত্তি করে আমাদের অনুশীলনটা হচ্ছে।’
তিনি যোগ করেন, ‘এটাও আমাদের নির্দিষ্ট একটা সিরিজ ছিল, এখানে আমরা কী করতে পারি—কোন জায়গাগুলো আমাদের উন্নতি করতে হবে। কিন্তু সিরিজের ব্যাপারে আমরা তো প্রস্তুত আছি, বাকিটা বোর্ড জানে। তারা সিদ্ধান্ত নেবে সিরিজ হবে কী হবে না।’
শেষ কয়েকদিনের অনুশীলন নিয়ে টাইগার কোচ বলেন, ‘বেসিক্যালি আমরা তো খুব বেশি সময় পাই না, ছেলেদের স্কিল উন্নতি করার মতো। একের পর এক এতো সিরিজ থাকে—একটা থেকে একটা ট্রান্সফার করার মতো কিংবা আমাদের স্কিলের উন্নতি করার মতো সময় থাকে না। এবার হয়ত একটু সময় পেয়েছি—স্কিলের উন্নতি করার জন্য কিছু ট্রেনিং সেশন রাখা হয়েছে। ওদের ফিটনেসের ব্যাপারেও আমরা অনেক জোর দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের যে প্রোগ্রামটা হয়েছে সেটা তাদের ফিটনেস লেভেলটা উন্নতি করতে এবং স্কিলের উন্নতি করার জন্য। বিশেষ করে টি-টোয়েন্টিতে আমাদের কিছু শটস লাগবে, যেগুলো হয়ত আমরা এপ্লাই করতে পারি না। অনুশীলনের কারণে সময় পাই না। যে ধরনের উইকেটে আমরা খেলব ওই উইকেটে কী ধরনের শটস খেলা দরকার ওইগুলোর উপর জোর দিয়েছি।’